চলতি বছরের সেরা লেনদেন আজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ বুধবারের (৯ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধন পরিমাণ বেড়েছে তিন হাজার ৯৬৯ কোটি টাকা। আজ ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৬৯০ কোটি টাকা। যা গত আট মাস ৪ দিন বা ১৫৭ কার্যদিবস পর এই লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ২৫ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৮ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি কমলেও পরে বাড়ে। লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টা আট মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৪৫ পয়েন্ট। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৩ দশমিক ৮২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৫ দশমিক ৪৬ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৪ দশমিক ২০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৪ দশমিক ১১ পয়েন্টে।
আজ বুধবার লেনদেন হয়েছে ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। এর আগে গত ৫ নভেম্বর লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা। বুধবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬৬৯ কোটি ৬১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৬৮ হাজার ৬৯৯ কোটি ৭৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭৩টির বা ৬৮ দশমিক ৭৭ শতাংশ এবং কমেছে ৭৮টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৬ কোটি ৮৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ৭২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি ১০ লাখ টাকা এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের ১১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ১৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।