৮০ কার্যদিবসের সেরা লেনদেন আজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ মঙ্গলবারের (৮ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে সাড়ে পাঁচ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধন পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা গত চার মাস ১৩ দিন বা ৮০ কার্যদিবস পর এই লেনদেন হয়েছে। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ২২ পয়েন্ট। বেলা বাড়ার পর পতন থেকে সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ২৩ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় আট পয়েন্ট। পরে সূচকটির উত্থান-পতন রূপে দেখা যায়। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় পাঁচ দশমিক ৪৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৯৮১ দশমিক ৬৩ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক দুই দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৫ দশমিক ৩৮ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩ দশমিক ৭৫ পয়েন্টে।
আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ৬০১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকা। আজ মঙ্গলবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৮ হাজার ৬৯৯ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৬৮ হাজার ৬১ কোটি ৩৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৮টির এবং কমেছে ১৯১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ১৫ কোটি এক লাখ টাকা, সী পার্ল বিচের ১৪ কোটি ৯৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ১৫ লাখ টাকা এবং বিচ হ্যাচারির ১১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৪৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।