সূচকের উত্থান, মূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ বৃহস্পতিবারের (১০ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩২ দশমিক ৫৬ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধন পরিমাণ বেড়েছে চার হাজার ৬৯ কোটি টাকা। তবে আজ ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৩৫ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৬ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি কমে আসে। সেই ধারায় লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৩৭ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৬ পয়েন্ট। এরপর উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩২ দশমিক ৫৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৬৮ দশমিক শূন্য তিন পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০৮ দশমিক ৬২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০০ দশমিক ৯৫ পয়েন্টে।
আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬৭৯ কোটি দুই লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি ১০ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৭২ হাজার ৬৬৯ কোটি ৬১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৬টির এবং কমেছে ১২৮টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৫ কোটি ৮৭ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিমের ১৪ কোটি ৯৫ লাখ টাকা, সী পার্ল বিচের ১৪ কোটি ৫৩ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের ১২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৭১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।