উত্থানে সূচক, লেনদেন ৪৬৭ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে ৪৬৭ কোটি টাকার ঘরে অবস্থান করেছে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে এক হাজার ২৫০ কোটি টাকা। এদিন উত্থান হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম সাত মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচক ওঠানামা চিল লক্ষ্য করার মতো। তবুও লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৪৪ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩১ পয়েন্ট। এরপরে উত্থান গতি কমে আসে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ১০ দশমিক ৩২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৪৭ দশমিক ৪৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫২ দশমিক শূন্য ছয় পয়েন্টে। ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭২ দশমিক ২৪ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৬ হাজার ৯১৪ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ১৮ হাজার ১৬৪ কোটি ৭০ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৩টির বা ৫৯ শতাংশ ও কমেছে ১০১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ২০ কোটি চার লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৩ কোটি ২৫ লাখ টাকা, সোনালী পেপারের ১১ কোটি ৫৩ লাখ টাকা, সালভো কেমিক্যালের ১১ কোটি ২৫ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে হামিদ ফেব্রিক্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭০ শতাংশ।