উত্থানে সূচকসহ লেনদেন, মূলধন বেড়েছে ৫৮০৪ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে ৫৭৬ কোটি টাকার ঘরে অবস্থান করেছে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর)। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে পাঁচ হাজার ৮০৪ কোটি টাকা। এদিন উত্থান হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম তিন মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচক বিক্রির চাপ বাড়ে, পরে পতনে ফিরে। এতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ১১ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ৯ পয়েন্ট। পরে পতন থেকে আবারও উত্থানে আসে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ৪৫ দশমিক ১৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৯২ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৫ দশমিক ৫০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯১ দশমিক ২৪ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৫৭৬ কোটি টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২২ হাজার ৭১৮ কোটি ৬২ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ১৬ হাজার ৯১৪ কোটি ৪৭ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৯টির, কমেছে ৬০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের ১৮ কোটি ৫৬ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৭ কোটি ১১ লাক টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৬ কোটি ৬০ লাখ টাকা, সোনালী পেপারের ১৫ কোটি ছয় লাখ টাকা, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ১৩ কোটি ২৫ লাক টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ৭৬ লাখ টাকা এবং সালভো কেমিক্যালের ১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৬৭ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনটেকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।