মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে এনটিভি
দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছরে পদার্পণ করেছে। এটা একটি টেলিভিশন চ্যানেলের জন্য অত্যন্ত আনন্দের কথা। ২২ বছর সফলভাবে তারা চ্যানেলটি চালিয়েছে এবং বাংলাদেশের সংবাদমাধ্যমে এনটিভি নিঃসন্দেহে প্রথম শ্রেণির ও যোগ্য একটি প্রতিষ্ঠান।
বেশ কয়েকটি ক্ষেত্রে এনটিভি বাংলাদেশের মানুষের হৃদয় বিশেষভাবে জয় করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বিনোদনমূলক অনুষ্ঠান, যা আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর ধর্মভিত্তিক কিছু অনুষ্ঠান আছে যেগুলো সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদকর্মী ভাই-বোন ও এনটিভির দর্শকদেরকে আমার দলের পক্ষ থেকে এবং চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
লেখক : মহাসচিব,বাংলাদেশ জাতীয়তাবাদী দল।