রোজায় স্বাস্থ্য
রোজা রেখে কি মাউথওয়াশ ব্যবহার করা যাবে?

মাউথওয়াশ মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এটি মুখের দুর্গন্ধ রোধ করে বিভিন্ন রোগ থেকে দাঁত ও মাড়িকে সুরক্ষিত রাখে।
তবে অনেকে রোজার সময় মাউথওয়াশ ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন। ভাবেন, এতে রোজা হয়তো ভেঙে যাবে। আসলে কি তাই?
এ প্রসঙ্গে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪২১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক মো. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেন্টিস্টি অ্যান্ড এন্ডোডন্টিকস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : রোজা রেখে কি মাউথওয়াশ করা যাবে?
উত্তর : অনেকের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা থাকে যে রোজা রেখে মাউথওয়াশ করা যাবে না। মাউথওয়াশ তো বাইরের একটি জিনিস। মুখে কুলি করে ফেলে দিচ্ছেন, এতে আমার মনে হয় রোজার ক্ষতি হওয়ার কোনো কারণ নেই; বরং মুখের স্বাস্থ্য ভালো থাকবে।