ডায়াবেটিস রোগীরা কি টুথপেস্ট ব্যবহার করবে?

টুথপেস্ট দিয়ে আমরা দাঁত পরিষ্কার করি। তবে ডায়াবেটিস রোগীদের টুথপেস্ট ব্যবহারের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩৮০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. সৈয়দ আহসান রতন। বর্তমানে তিনি রতনস ডেন্টালের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : ডায়াবেটিস রোগীদের মুখের ও দাঁতের যত্ন কীভাবে করবেন?
উত্তর : আমাদের দেশের পেস্টগুলো সব সুগার সমৃদ্ধ। রোগীদের পেস্ট ব্যবহার করতে বলি, না করি না। তবে আমি বলি, রাত্রে বেলায় যেকোনো মাউথওয়াশ ব্রাশে দুই এক ফোঁটা নিয়ে সেটি দিয়ে ব্রাশ করবে। কারণ টুথপেস্ট আঠাল ও মিষ্টি। এটা দাঁতের ফাঁকে যদি লেগে যায় সমস্যা হয়। ব্যাকটেরিয়ার প্রধান খাবার মিষ্টি। তখন এর বৃদ্ধি হয়, বিষাক্ততা বাড়ে, ক্ষয় বেশি হয়। টুথপেস্টের পরিবর্তে রাতে মাউথওয়াশ সব রোগী ব্যবহার করবেন। ব্রাশের মধ্যে কয়েক ফোঁটা নিয়ে ব্যবহার করবেন।
মাউথ ওয়াশ অ্যান্টিস্যাপটিকের কাজ করবে, টুথপেস্টের কাজ করবে এবং মাউথওয়াশেরও কাজ করবে। এতে রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, সুগার বাড়ার আশঙ্কা কম থাকে। এ ছাড়া যেকোনো চিকিৎসকের না গিয়ে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে।