কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় কী হয়?

ক্যানসারের চিকিৎসা করতে একপর্যায়ে কেমোথেরাপি নেওয়ার প্রয়োজন পড়ে। কেমোথেরাপির রয়েছে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। কেমোথেরাপির কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়, এ নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩৬৩তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা বেগম।
ডা. রওশন আরা বেগম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেডিওথেরাপি ও ক্যানসার বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : কেমোথেরাপির কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে? কত দিন ধরে এটি চলতে পারে?
উত্তর : কেমোথেরাপি দেওয়ার পর তাৎক্ষণিক কিছু প্রভাব পড়ে। বমি বমি ভাব, বমি হওয়া, ক্ষুধামান্দ্য এগুলো হতে পারে। তার চুল পড়ে যায়, তার ত্বকে পরিবর্তন আসে। এগুলো তাৎক্ষণিক প্রভাব। আর কিছু প্রভাব তো পরে হয়। সেকেন্ডারি ম্যালিগন্যান্সি হতে পারে। চিকিৎসকরা সেটা পরীক্ষা-নিরীক্ষা করে বের করেন।
সাধারণত দেখা যায়, ছয় সপ্তাহ পর্যন্ত তাৎক্ষণিক পার্শ্বপ্রতিক্রিয়াগুলো থাকে। ছয় সপ্তাহ পর আস্তে আস্তে আগের অবস্থায় চলে যায়। চিকিৎসা শেষ হওয়ার দুই মাস পর্যন্ত আবার চুল গজানো শুরু হয়। ভালোভাবেই চুলটা গজায়।