কানের সমস্যায় নিজে ডাক্তারি করবেন না

অনেকে কানে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজে নিজে ওষুধ কিনে বা ড্রপ কিনে কানে দেন। বিষয়টি কতটুকু ঠিক- এ নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩৫২তম পর্বে কথা বলেছেন ডা. নাজমুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নাক কান ও গলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : কানের সমস্যার জন্য অনেক সময়, অনেক লোকের ক্ষেত্রে দেখা যায়, ফার্মেসি থেকে এয়ারড্রপ কিনে দুই ফোঁটা দিয়ে দিচ্ছে। নিজেরাই ডাক্তারি করছেন। এটা কি ঠিক? এই যে অসচেতনতাগুলো-এগুলো সম্বন্ধে একটু বলুন। এগুলো তো হরহামেশাই আপনারা পেয়ে থাকেন।
উত্তর : আমাদের দেশের সবচেয়ে বড় অসুবিধা হলো, যে কেউ চাইলে, যেকোনো জায়গা থেকে ওষুধ কিনে ব্যবহার করতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়াই দেখা যাচ্ছে আমরা আন্দাজ করে ফার্মেসি থেকে ওষুধ দিয়ে দেই। এতে বাচ্চার বা রোগীদের তো আসলে কোনো লাভ হয়ই না বরং পরিণামে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
আমি বিনীতভাবে সবাইকে বলব, নিজের অসুখের চিকিৎসা ব্যবস্থাপনা নিজে না দিয়ে, সরকারি হাসপাতাল আছে, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট আছে এবং নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, তাঁদের পরামর্শ নেবেন। পরামর্শ অনুযায়ী যখন যেখানে যে ওষুধটি প্রয়োজন কেবল সেটি ব্যবহার করবেন। নিজে থেকে কোনো অবস্থাতেই কানে ড্রপ, নাকের ড্রপ বা মুখে খাওয়ার কোনো ওষুধ ব্যবহার করবেন না।