একটি পেঁয়াজে পাঁচ সমস্যার সমাধান

পেঁয়াজে রয়েছে অনেক স্বাস্থ্যকর উপাদান। রান্নার কাজে এই অপরিহার্য খাদ্যবস্তুটি কেবল রান্নাতেই নয়, আরো বহু কাজে লাগে। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানেও পেঁয়াজের জুড়ি নেই। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হলিস্টিক লিভিং টিপস জানিয়েছে পেঁয়াজের বেশ কিছু দরকারি ব্যবহারের কথা, যেগুলোর মাধ্যমে বেশ কিছু সমস্যা থেকে রেহাই মিলবে আপনার।
১. বন্ধ কানে
একটি পেঁয়াজকে কয়েক টুকরো করে একটি ছোট কাপড়ের মধ্যে নিন। এরপর একে কানে রাখুন। তবে খেয়াল রাখবেন যেন খুব ভেতরে না ঢুকে যায় এবং বেশি চাপ না দেওয়া হয়। সারারাত এভাবে রেখে দিন। পেঁয়াজের রস কানের ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে।
২. পুড়ে গেলে
অনেক সময় রান্না করতে গিয়ে হাত বা শরীরের বিভিন্ন জায়গা হালকা পুড়ে যায় বা গরম আঁচ লাগে। এমন হলে পেঁয়াজ লাগাতে পারেন। একটি পেয়াঁজ কেটে এর আধা অংশ ক্ষত স্থানে দিন। এতে ব্যথা কমবে এবং জায়গাটি প্রশমিত হবে।
৩. মৌমাছির কামড়ে
মৌমাছির কামড়কে সবাই বেশ ভয় পায়। মৌমাছি কামড়ালে প্যানিক হবেন না। এ ক্ষেত্রে পেঁয়াজের রস লাগাতে পারেন। তবে যেই জায়গায় কামড়েছে, ঠিক সেই জায়গায় পেঁয়াজ লাগাবেন না। আশপাশের কালশিটে এলাকায় মাখুন।
৪. শরীরের উচ্চ তাপ
শরীরের তাপমাত্রা বেড়ে গেলে বা জ্বরের সময় পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পায়ে মোজা পরে এর মধ্যে পেয়াঁজের টুকরো দিয়ে সারারাত রাখুন। এতে শরীরের তাপমাত্রা কমবে।
৫. শরীরের বিষাক্ত পদার্থ দূর
শরীরে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁয়াজ খেতে পারেন। এটা খুবই সহজ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূরের ভালো উপায়।