ক্যানসার কী?

‘ক্যানসার’ শব্দটি শুনলেই মনের ভেতরে যেন একধরনের ভয় ঢুকে যায়। এককালে বলা হতো ক্যানসারের কোনো লক্ষণ নেই। তবে বর্তমানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ক্যানসারও ভালোভাবে চিকিৎসা করা সম্ভব।
ক্যানসার আসলে কী—ইউনাইটেড হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের পরামর্শক ডা. সৌমেন বসু কথা বলেছেন এই বিষয়ে। এনটিভির প্রতিদিনকার আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৩২৬তম পর্বে এ বিষয়ে বিস্তারিত কথাবার্তা হয়।
প্রশ্ন : ক্যানসার শব্দটি শুনলে অনেকেই ভয় পেয়ে যায়। একটু জানতে চাইব, আসলে ক্যানসার বলতে আমরা কী বুঝি?
উত্তর : আমাদের শরীরে সব সময়ই তো আসলে ভাঙাগড়ার খেলাটা চলে। হঠাৎ করে যদি আমাদের দেহের মধ্যে গড়াটা খুব বেশিভাবে শুরু হয়, নির্দিষ্ট একটি কোষ থেকে, সেই কোষটিই ভাঙতে থাকছে, ভেঙে ভেঙে একটি টিউমারের আকার নিচ্ছে। সেটাকে মূলত আমরা টিউমার বলি। এই টিউমারটি দুই ধরনের হতে পারে। এটি হতে পারে বিনাইন, হতে পারে ম্যালিগনেন। মানে কম ক্ষতিকর, বেশি ক্ষতিকর। একটির দূরবর্তী স্থানে ছড়ানোর যার প্রবণতা নেই, আরেকটির আছে। যেটার আছে, এটাকে আমরা ম্যালিগনেন্ট বলি বা ক্যানসার বলি।