বিশ্ববিদ্যালয় জীবনের ক্যাওটিক গল্পে আসছে ‘লিটল মিস ক্যাওস’

চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’ প্রকাশের অপেক্ষায়। সিনেমার গল্প ঘুরে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইরাকে কেন্দ্র করে।
ইরা ফ্যাশন সচেতন এক তরুণী, যাকে তার ক্যারিয়ার ও পড়াশোনার চাপের মধ্যে নানা ঝামেলা সামলাতে হয়। বিশ্ববিদ্যালয় জীবন, সম্পর্ক এবং ব্যক্তিগত টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে সিনেমার মূল কাহিনি।
ওয়েব ফিল্মটি নির্মাণকরেছেন মাহমুদা সুলতানা রীমা। তিনি বলেন, ‘ইরার গল্পে দেখানো হয়েছে, তরুণদের জীবনে অতীতের কিছু ট্রমা ও ব্যাগেজ থাকে, এগুলো কাটিয়ে সামনে এগোনোর গল্পই আমরা বলতে চেয়েছি।’
ইরার চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। মারুফ চরিত্রে আছেন সাদ সালমি নাওভী। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমায় বন্ধুত্ব, প্রেম এবং হিউমারের মিশ্রণ থাকছে, যা প্রজন্মের সম্পর্ক ও টানাপোড়েনের সঙ্গে মিলিয়ে গল্পকে জীবন্ত করেছে। ঘরানা হিসেবে এটি রোমান্টিক ড্রামেডি।

চরকি জানিয়েছে, শিগগিরই প্রকাশ হবে ওয়েব ফিল্মটির ট্রেলার এবং মুক্তির তারিখ।