ডিপ্রেশনে ছিলেন ঐশী, সাহায্য করেছিলেন রাসেল : তারপর শুরু হয়েছে প্রেম

মিউজিক ভিডিও ও নাটকের জগতে পরিচিতি লাভ করা অনামিকা ঐশী ও রাসেল খান এখন প্রেমের সম্পর্ক উপভোগ করছেন। দুইজনই খোলাখুলি স্বীকার করেছেন, তারা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং সম্পর্ক এগোচ্ছে ভালোভাবেই।
রাসেলের সঙ্গে ঐশীর প্রথম দেখা হয়েছিল ২০২১ সালে একটি রেস্টুরেন্টে। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা—সবই হয়েছে ধীরে ধীরে। ঐশী একসময় অন্য একজন মিউজিসিয়ানের সঙ্গে বিয়ে করেছিলেন, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। এরপর আবার রাসেলের সঙ্গে তার যোগাযোগ ফিরে আসে।
রাসেল বলেন, ‘দুই মাস হলো আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছি। ঐশীর চোখ আর হাসি আমার সবচেয়ে ভালো লাগে। সে অসাধারণ মানুষ। ভালো কিছু করার জন্য সে নিজের সবকিছু দিতে পারে। আমরা ভবিষ্যতেও একসঙ্গে থাকতে চাই। এখন চুটিয়ে প্রেম করছি, দ্রুত বিয়ের প্ল্যানও আছে।’
ঐশী বলেন, ‘আমি এক সময়ে ডিপ্রেশনে ছিলাম। তখন রাসেল আমাকে সাহায্য করেছে। এখন আমরা একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করছি। রাসেল ছেলে হিসেবে খুব ভালো এবং পার্টনারের প্রতি যত্নশীল। তার সঙ্গে জীবন অনেক বদলে গেছে। সে মানুষকে সম্মান করতে জানে।’