চিত্রনায়িকা হওয়াই যাঁর স্বপ্ন

আদিবাড়ি নারায়ণগঞ্জে। জন্ম, বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। বাবা-মা থাকেন মেলবোর্নে। তবে একটা স্বপ্ন বুকে নিয়ে দেশে ফিরে এসেছেন জেরিন জারা খান। কী সেই স্বপ্ন? প্রশ্নটা করতেই সদা হাস্যোজ্জ্বল জেরিনের জবাব-‘একটাই স্বপ্ন, চিত্রনায়িকা হতে চাই।’
স্বপ্নের পথে অবশ্য এরই মধ্যে বহুদূর এগিয়েও গেছেন জেরিন। বলতে গেলে এখন তা কেবলই সময়ের অপেক্ষা। সেটা জানালেন আগামী দিনের চিত্রনায়িকা জেরিন নিজেই, ‘দু-তিনজন পরিচালক আমাকে ছবিতে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছেন। আলোচনা চলছে। আশা করছি, নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই আমাকে রুপালি পর্দায় দেখা যাবে।’ নিজের পছন্দের ছবির কথাও বললেন জেরিন, ‘বাণিজ্যিক ছবির প্রতিই আমার বেশি আগ্রহ। লাল টিপ, ছুঁয়ে দিলে মন—এমন সব ছবি করতে চাই।’
জেরিন ‘এ’ লেভেলে পড়ছেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে। দেশে ফিরেছেন আট মাস আগে। এখন থাকছেন ধানমণ্ডিতে দাদার বাসায়। পাশাপাশি চেষ্টা করে যাচ্ছেন বহু দিনের স্বপ্নপূরণের। নায়িকা হওয়ার স্বপ্ন দেখার শুরুটা কীভাবে? জেরিন বললেন, ‘আমার মা বাংলা সিনেমার অন্ধভক্ত। তাঁর কাছে ছোটবেলা থেকেই সিনেমার গল্প শুনতাম। তাঁর সেই ভালোলাগা একসময় আমাকেও স্পর্শ করে। ও-লেভেল পড়ার সময় প্রথম মনে হলো, আমার নায়িকা হওয়াটাই উচিত।’
গত বছর দেশে ফিরেই মডেলিং শুরু করেন জেরিন। বিভিন্ন ফ্যাশন হাউসের পণ্যের মডেল হয়েছেন। আরটিভির ‘লুক অ্যাট মি’সহ কয়েকটি লাইফস্টাইল ম্যাগাজিনের মডেল হয়েছেন। র্যাম্পেও হেঁটেছেন। নিয়মিতই যাচ্ছেন বিভিন্ন রেডিও স্টেশনে অতিথি হয়ে। উপস্থাপনাও করছেন। নায়িকা হতে এসে মডেলিং-উপস্থাপনা কেন? জেরিন বললেন, ‘এসব আমার স্বপ্নপূরণের প্রস্তুতি বলতে পারেন। টিভিসি করার কথাও ভাবছি। তবে নাটকে অভিনয় করব না বলে ঠিক করেছি। অভিনয় করব কেবল রুপালি পর্দায়। সিনেমা দেখার পর কেউ যেন বলতে না পারে, ওই মেয়েটা আগে নাটকে অভিনয় করত না? আমি কেবল চিত্রনায়িকার পরিচয়েই পরিচিতি পেতে চাই।’
রুপালি পর্দার নায়িকার পথটা মসৃণ নয় স্বীকার করেই জেরিন বললেন, ‘আমি বিশ্বাস করি, মানুষ চাইলে সব পারে। নিজের স্বপ্নের সঙ্গে চেষ্টা যোগ করলে তা আর কেবল স্বপ্ন থাকে না। স্বপ্নটা বাস্তব রূপ পাবেই। কষ্ট করে এতটা পথ এসেছি। বাকি পথটুকুও ভালোভাবে শেষ করতে চাই।’
জেরিনের কথা থেকেই স্পষ্ট, চিত্রনায়িকার স্বপ্নে কতটা বিভোর তিনি। হাজার মাইল পাড়ি দিয়ে যে তরুণী কেবল একটা স্বপ্ন পূরণ করতে এসেছেন দেশে, তাঁর প্রত্যয় তো এমনই হবে!