বান্নাহর বিবাহোত্তর সংবর্ধনা আজ

এ সময়ের জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ গত বছরের ১৬ মার্চ পারিবারিক সম্মতিতে ভালোবেসে বিয়ে করেন প্রকৌশলী সানিয়া আফরিন রুম্পাকে। বিয়ের এক বছর পেরিয়ে গেলেও এত দিন আটকে ছিল তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর পুরাতন বিমানবন্দর এলাকার বিএএফ ফ্যালকন হলে তাঁদের দুজনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দুজনের পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন অঙ্গনের শিল্পীরা।
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এত বিলম্ব কেন—প্রশ্ন করতে বান্নাহ বলেন, ‘পড়াশোনা, নাটকের কাজ সব মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম। বলতে পারেন, গত এক বছরে নিজেকে গুছিয়ে নিয়েছি। আমার ছোট ভাই দেশের বাইরে থাকে। ও দেশে আসার সময় বের করতে পারছিল না। এখন ও দেশে ফিরেছে।’
সানিয়া আফরিন বলেন, ‘আমি অনেক ভাগ্যবান, কারণ বান্নাহ অনেক ভদ্র ছেলে। নিজের কাজের প্রতি একনিষ্ঠ সে। এককথায় ও অনেক সৎ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে থাকতে পারি।’
এ মুহূর্তে সামনের ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বান্নাহ। এ ছাড়া এনটিভির জন্য ধারাবাহিক নাটক ‘হাউস#৪৪’-এর কাজ করছেন তিনি। ঈদের পর নাটকটির দ্বিতীয় লটের শুটিং শুরু করবেন বলে জানান তিনি।