এনটিভিতে মোশাররফ করিমের নতুন ধারাবাহিক ‘৭ কিলো ১ গ্রাম’

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি সবসময় দর্শকদের জন্য নিয়ে আসে বৈচিত্র্যময় আয়োজন। সেই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’। নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে। পরবর্তীতে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।
গ্রামীণ আবহে নির্মিত এই ধারাবাহিক নাটকটিতে ফুটে উঠেছে ভিন্ন ভিন্ন শ্রেণি ও পেশার মানুষের জীবনযাপন, টানাপোড়েন, হাসি-কান্না আর সম্পর্কের দ্বন্দ্ব। নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে একটি গ্রামকে কেন্দ্র করে, যার পুরোনো নাম ছিল ‘পরাণপুর’। সময়ের পালাবদলে এখন গ্রামটি পরিচিত ‘পেইনপুর’ নামে। এখানে ফিরে আসছে এক হারানো সন্তানের গল্প, আর সেটিকেই ঘিরে নতুন মোড় নেয় পুরো জনপদ।
নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন এবং পরিচালনা করেছেন শামস করিম। অভিনয়ে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তানহা তাসনিয়া ইসলাম, মীম চৌধুরি, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, শরীফ হোসেন ইমন, ঝুনা চৌধুরি, শফিক খান দিলু, ম আ সালাম, পঙ্কজ মজুমদার, আলমগীর হোসেন, জেবুন্নেসা সোবহান, শেখ স্বপ্না, রাশেদা আঁখী, সাবিনা রনি, জান্নাতুল স্বর্ণা, রিপা রঞ্জনা, মনিষা শিকদার, মারুফ মিঠু, তুহিন খান, রহিম সুমন প্রমুখ।
নাটকটি সম্পর্কে পরিচালক শামস করিম বলেন,‘গ্রামীণ আবহে সামাজিক গল্পে তৈরি হলেও নাটকটিতে হাস্যরসের উপাদান আছে। দর্শক যেমন বিনোদিত হবে, তেমনি নাটকীয়তাও আকৃষ্ট করবে।’