কানে সবুজ ঐশ্বরিয়া
অবশেষে তিনি এলেন। আসার আগেই জয় করেছেন সবার হৃদয়। তাই তাঁর অপেক্ষায় ছিল কান ফিল্ম ফেস্টিভ্যালের সবকটি ক্যামেরার লেন্স। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন। কানের লালগালিচায় হাঁটলেন সবুজ গাউন পরে।
সবার অপেক্ষা দীর্ঘায়িত করতেই যেন এবার একটু সময় নিলেন অ্যাশ। উৎসব শুরু হওয়ার পাঁচদিন পর ১৭ মে লালগালিচায় পা রাখলেন সাবেক এই বিশ্বসুন্দরী। এ নিয়ে টানা ১৪ বার কান উৎসবে যোগ দিলেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।
লেবানিজ ফ্যাশন ডিজাইনার এলি সাব-এর ডিজাইন করা সবুজ গাউনটি দিয়ে যেন কানে একঝলক সজীবতা ছড়িয়ে দিলেন ঐশ্বরিয়া। এসেছিলেন ক্যাট ব্ল্যানচেটের ছবি ‘ক্যারোল’-এর প্রিমিয়ারে যোগ দিতে। তাঁর জন্য পাঁচদিন ধরে অপেক্ষায় থাকা ক্যামেরাগুলোর দিকে ছুড়ে দিলেন উড়ন্ত চুম্বন।
এর আগে ১৬ মে ভ্যারাইটি ম্যাগাজিনের আয়োজনে লিঙ্গ সমতাবিষয়ক এক ইভেন্টে যোগ দেন ঐশ্বরিয়া। সব্যসাচী মুখার্জির ডিজাইন করা একটি ফুলেল গাউন সঙ্গ দিয়েছে তাঁকে।
আবার ২০ মে কানের লালগালিচায় হাঁটবেন তিনি। আগামীকাল কানে প্রদর্শিত হবে তাঁর কামব্যাক ফিল্ম ‘জ্যজবা’। ২১ মে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে কানযাত্রা শেষ করবেন ঐশ্বরিয়া।