বাংলাভিশনে নতুন ব্যবস্থাপনা পরিচালক

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। তিনি বাংলাভিশনের প্রতিষ্ঠার সময় থেকেই বাংলাভিশনের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
১৯৫৪ সালে পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলায়। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকার সময় ১৯৭৮ সালে তৎকালীন পশ্চিম জার্মানিতে যান। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে একটি সরকারি শিল্পপ্রতিষ্ঠানে এক্সপার্ট হিসেবে যোগদান করেন। ১৯৯১ সালে দুবাইয়ে বিশাল আকারে নির্মাণ সামগ্রী ব্যবসায় নিজেকে নিয়োজিত করেন।
আনোয়ারুজ্জামানের এস এম গ্রুপ তৈরি পোশাক ও নিটওয়ারস পণ্যের অন্যতম রপ্তানিকারক। বর্তমানে এস এম গ্রুপে প্রায় নয় হাজার কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। নম্র, ভদ্র ও ধর্মভীরু সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান দুই মেয়ে ও এক ছেলেসন্তানের জনক। তাঁর সহধর্মিণী মিসেস আনোয়ারা বেগম বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িত।