ভূমিকম্প স্মৃতিবিজড়িত
‘হলিডে’ প্রচার হবে আজ

দুজন সুখী দম্পতি। বিয়ের পর তারা নেপালে হানিমুন করতে যায়। অনেক স্বপ্ন ও সুন্দর সময় কাটানোর জন্য তাদের ছিল এই যাত্রা। কিন্তু নেপালে যাওয়ার পর সব পরিকল্পনা তাদের এলোমেলো হয়। এটা সত্যি কোনো গল্প নয়। পরিচালক শাহরিয়ার নাজিম জয় নেপালের ধূলিখেলায় ‘হলিডে’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেন।
টেলিফিল্মের গল্পে এমনটাই দেখা যাবে।
এতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান ও কল্যাণ কোরাইয়া। টেলিফিল্মটির শুটিং হয় গত মাসের ২২ থেকে ২৪ তারিখ। তার পরদিন নেপালে ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে পুরো শুটিং ইউনিট।
অভিনেত্রী রুনা খান বলেন, “সুস্থভাবে আমরা ফিরে এসেছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ‘হলিডে’ টেলিফিল্মটিতে আমার চরিত্র অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি, টেলিফিল্মটি সবার ভালো লাগবে।”
অভিনেতা কল্যাণ কোরাইয়া বলেন, ‘নাটকটির গল্প গতানুগতিক নয়। গল্প শুরু হবে একভাবে এবং অনেক নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হবে। অনেক নাটকে অভিনয় করেছি। তবে এই নাটকের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। কাজ ভালো হয়েছে, কিন্তু নেপালে ভূমিকম্পের কথা মনে হলে এখনো রাতে ঘুম আসে না।’
‘হলিডে’ টেলিফিল্মটিতে রুনা, কল্যাণ ছাড়া আরো অভিনয় করেছেন নোমিরা ও শাহাদাত হোসেন। টেলিফিল্মটি চ্যানেল আইতে আজ দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে।