ফেসবুক আইডি নেই মুনমুনের

তারকারা এখন অনেক বেশি ফেসবুকে অ্যাকটিভ। ছবি, কাজ, নিজের অনূভুতি সব কিছু শেয়ার করেন তাঁরা ফেসবুক ওয়ালে। ভক্তরাও খুব সহজে পেয়ে যান তাঁদের আপডেট। এমন সময়ে কি ফেসবুকবিহীন ভাবা যায় কোনো তারকাকে? উপস্থাপক ও অভিনেত্রী রোমানা মালিক মুনমুন কিন্তু এমনই একজন, তাঁর কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই। সুতরাং ভক্তদের জন্য দুঃসংবাদ হলো মুনমুনের যত অ্যাকাউন্ট ফেসবুকে এতদিন দেখছেন, সবই ভুয়া বা ফেইক অ্যাকাউন্ট।
এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘আমার নিজের কোনো ফেসবুক আইডি নেই। যা আছে সব ভুয়া অ্যাকাউন্ট।’
ফেসবুক কেন ব্যবহার করেন না প্রশ্ন করতে মুনমুনের ঝটপট উত্তর, ‘অনেক আগে ফেসবুক ইউজ করতাম। কিছুদিন পর দেখলাম অনেক সময় নষ্ট হয়। তাই ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। কিন্তু আমার নামে কিছু ভুয়া আ্যকাউন্ট আছে।’
তবে ফেসবুক ব্যবহার না করলেও ইন্টারনেট ব্যবহার করেন সব সময়। ‘ফেসবুক ব্যবহার করি না বলে কোনো কিছুর খবর রাখি না, তা কিন্তু নয়। কাজে একটু অবসর পেলে আমি ইন্টারনেটে যাই। দেশ-বিদেশে সব ধরনের খোঁজখবর রাখি।’
এই মূহূর্তে মুনমুন বেছে বেছে নাটকের কাজ করছেন। আসছে ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে তাঁকে। এ নিয়ে বললেন, ‘উপস্থাপনা এখন বেশি করছি। নাটকের চিত্রনাট্য পাওয়ার পর মনে হয় গতানুগতিক। তাই কাজ করছি কম। মানসম্মত চিত্রনাট্য পেলেই কেবল রাজি হচ্ছি।’