‘হা show’
চমক থাকছে উপস্থাপনায় : সাজু খাদেম

আগামী ২৯ মে ‘হা show’-এর প্রথম অডিশন শুরু হবে। এনটিভির পর্দায় তৃতীয়বারের মতো দর্শক দেখতে পাবেন মারসেল পরিবেশিত ও ডাবর মেসওয়াকের সৌজন্যে জনপ্রিয় অনুষ্ঠান ‘হা show’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন হাসান ইউসুফ খান এবং উপস্থাপনা করবেন সাজু খাদেম। ‘হা show’ প্রসঙ্গ ও অন্যন্য বিষয় নিয়ে সাজু খাদেম কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ‘হা show’-এর উপস্থাপনার প্রস্তুতি কীভাবে নিচ্ছেন?
উত্তর : এবারে উপস্থাপনায় পারফরমেন্সও থাকবে। উপস্থাপনার ফাঁকে ফাঁকে বিভিন্ন চরিত্র হয়ে আমি নিজে পর্দার সামনে হাজির হব। বলব না এবারে পরিবেশন করতে আসছেন অমুক বা তমুক। উপস্থাপনার ঢংয়ে অনেক চমক থাকবে। আশা করছি এ পর্যন্ত আমরা প্রাথমিক যা পরিকল্পনা করেছি, তাতে ‘হা show’ অনেক ভালো হবে। আমি কিন্তু প্রতিযোগীদের জোকস শুনব কিন্তু বলব না। তবে এমন হতে পারে পরিস্থিতি যদি আমাকেও জোকস বলতে বাধ্য করে, আমি বলব। কিন্তু এটার জন্য আমার বাড়তি কোনো প্রস্তুতি নেই। আমি জোকস মুখস্থ করি না। আমার মাথায় যা আসে তাই বলি।
প্রশ্ন : অনুষ্ঠানে কী ধরনের প্রতিযোগী আপনারা প্রত্যাশা করছেন?
উত্তর : আমরা আসলে খুঁজছি একজন মেধাবী ব্যক্তি। যে হাসাতে পারবে আবার তাঁর জ্ঞানের পরিধিও হবে বিস্তর। আমাদের দেশে মানুষকে সবচেয়ে বেশি হাসাতে পেরেছেন হুমায়ূন আহমেদ। আমরা কিন্তু তাঁকে কখনো কৌতুক অভিনেতা বলি না।
প্রশ্ন : দর্শক সাড়া কী রকম হবে বলে আপনি মনে করেন?
উত্তর : এটা পুরোপুরি পারফরমেন্স এবং ভালো জোকসের ওপর নির্ভর করবে। জোকস অনেক পরিপূর্ণ হতে হবে।
প্রশ্ন : ‘ভোলার ডায়েরী’ নাটকের মতো আর কমেডি নাটক হচ্ছে না কেন? আপনার কী মনে হয়?
উত্তর : এই ধরনের কাজ এখন হচ্ছে না। আসলে একই ধরনের কাজ দর্শকও দেখতে চায় না। যদি ‘ভোলার ডায়েরী’র মতো করে কেউ নাটক বানাতে গিয়ে ব্যর্থ হয়, তাহলে দর্শকদের কাছে ইমেজ নষ্ট হবে। কমেডি নাটক বানানো অনেক কঠিন। গল্প, থিম, অভিনয় অনেক মজবুত হতে হয়।