শাহেদ ও তুষার আমার পেছনে ঘোরে : মিমো

গ্রামের চেয়ারম্যানের সুন্দরী মেয়ে যূথি। গ্রামের অনেক ছেলে পাগল যূথির জন্য। কিন্তু যূথি কাউকে পাত্তা দেয় না। ওদিকে, প্রেমিকের দলও নাছোড়। তবে যা-ই হোক, যূথি কিংবা প্রেমিকের দল—সবাই কাল্পনিক চরিত্র। মোবিন চৌধুরী পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘প্রেমের পরীক্ষা’য় যূথি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমো। নাটকটিতে আরো অভিনয় করছেন অভিনেতা শাহেদ শরীফ খান ও তুষার মাহমুদ।
নাটকের গল্পে দেখা যাবে, শাহেদ শরীফ খান একজন লেখক। ওদিকে তুষার মাহমুদ সিনেমার নায়ক হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেন। শুধু তাই নয়, সঙ্গে নায়িকা হিসেবে চান মিমোকে। আর মিমোকে ভালোবাসেন দুজনেই।
এ নিয়ে মিমো বলেন, “নাটকে শাহেদ ও তুষার—দুজনেই আমার পেছনে ঘোরে। আমাকে খুশি করার জন্য যা খুশি তাই করে। তাদের জ্বালাতনে এতই বিরক্ত হয়ে পড়ি যে পরে আমার বাবা গ্রামে মাইকিং করেন, ‘আমার মেয়ের ক্যানসার হয়েছে। তাকে আর বিয়ে দেওয়া যাবে না।’ মাইকিং শুনেও তারা আমার পিছু ছাড়ে না।”
শেষ পর্যন্ত কী হয়? এমন জিজ্ঞাসার জবাব দিতে নারাজ মিমো, ‘এই রহস্য এখন ভাঙতে চাই না। নাটকটি খুবই মজার। অনেক মজা নিয়ে কাজ করছি।’
দুই দিন ধরে পুবাইলে চলছে ‘প্রেমের পরীক্ষা’র শুটিং। আজ শুটিংয়ের শেষ দিন। আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি দেখানো হবে বলে জানালেন মিমো।