প্রতিবন্ধীদের সঙ্গে
সুজানা, ইমি ও লুপুর একদিন

রাজধানীর উত্তরায় প্রতিবন্ধীদের জন্য একটি বাড়ি রয়েছে, নাম চেশায়ার হোম। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় সেখানে গিয়ে দেখা গেল মডেল সুজানা, ইমি ও সংবাদপাঠিকা আলিজা ইব্রাহিম লুপুকে। আলিজা ইব্রাহিম লুপু চার বছর ধরে চেশায়ার হোমসে আসা-যাওয়া করেন। দিনের একটি দীর্ঘ সময় কাটান বুদ্ধিপ্রতিবন্ধীদের সঙ্গে। এ সময় তিনি বন্ধুদেরও আমন্ত্রণ জানান সঙ্গ দেওয়ার জন্য।
এনটিভি অনলাইনকে লুপু বলেন, ‘শুরুতে আমি যখন এখানে আসি তখন আমি জানতাম না আমার ফুফু ও তাঁর বন্ধুরা এটার প্রতিষ্ঠাতা। পরে জানতে পেরেছি। প্রতি শুক্রবার আমি এখানে আসি। প্রতিবন্ধীরা সবাই আমার পরিবারের মতো। তাদের সঙ্গে সময় কাটাই। খুব ভালো লাগে তাদের সঙ্গে গল্প করতে। তারা আমার ভালো বন্ধুও। সাধ্যমতো তাদের কিছু দেওয়ার জন্য চেষ্টা করি।’
মডেল ও অভিনেত্রী সুজানা বলেন, ‘গত শুক্রবার আমি বন্ধু লুপুর সঙ্গে এখানে ঘুরতে আসি। আসার পর আমার মন অনেক সতেজ হয়। প্রতিবন্ধীরা আমাকে ভালোভাবে স্বাগত জানায়। পরে আমি সিদ্ধান্ত নিই আবার এখানে আসব। তারপর আজ আমি নিজে রান্না করে তাদের খাওয়াতে নিয়ে এসেছি। তারা আমার রান্না করা খাবার খাবে এটা ভেবে অনেক আনন্দ লাগছে। আমি সব সময় তাদের পাশে থাকতে চাই।’
মডেল ইমি বলেন, ‘আমাকে ফোনে সুজানা এখানে আসার জন্য আমন্ত্রণ জানায়। আমি রাজি হই। এখানে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। গতকাল আমার সিলেটে শো ছিল। শো শেষ করে একমুহূর্ত অপেক্ষা করিনি। রাতে গাড়ি নিয়ে ঢাকায় ফিরে আসি। এ জন্য আজ সঠিক সময়ে এখানে পৌঁছাতে পেরেছি।’
বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, যুবক, যুবতী, বৃদ্ধা সবাই চেশায়ার হোমসে আছেন বেশ আনন্দেই। হঠাৎ লুপুর সঙ্গে সুজানা ও ইমির মতো অতিথি পেয়ে তাদের আনন্দ বেড়ে যায় কয়েক গুণ। এমনি সময়ে এই প্রতিবন্ধীরা সৃজনশীল কাজ করার পাশাপাশি বিভিন্ন ধরনের বুটিকের কাজও করে থাকেন। ১৯৮০ সালে সাবেক বিচারপতি বদরুল হায়দার চৌধুরী ‘চেশায়ার ফাউন্ডেশন হোম’ প্রতিষ্ঠা করেন।