মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন সৈকত নাসির

‘দেশা দ্য লিডার’ দিয়ে আলোচনায় আসা নির্মাতা সৈকত নাসির এরপর ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’ ও ‘ক্যাসিনো’-সহ একাধিক সিনেমা এবং ওয়েব সিরিজ উপহার দিয়েছেন দর্শকদের। এবার তিনি হাজির হয়েছেন নতুন এক মিউজিক ভিডিও নিয়ে।
গানটির শিরোনাম ‘ঘুরাই চলো মনের হুইল’। কণ্ঠ দিয়েছেন কনা ও হাসান এস ইকবাল। মডেল হয়েছেন জাহের আলভী ও অলংকার চৌধুরী, কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। সিনেমার আয়োজনে শুট হওয়া এই ভিডিওতে নাচের মুভমেন্ট, ক্যামেরার কাজ ও শটের ভিন্নতা দর্শকের চোখে লেগেছে।
এর আগে আকবরের ‘আগুন’ গানের ভিডিওতে ভিন্নধর্মী স্টাইল এনে আলোচনায় এসেছিলেন সৈকত নাসির। নতুন ভিডিওতেও তিনি চেনা ধারা ভেঙেছেন। মূলত একটি ব্যান্ডের প্রোমোশনাল ক্যাম্পেইনকে সিনেম্যাটিক স্টাইলে মিউজিক ভিডিও আকারে উপস্থাপন করেছেন তিনি।
দর্শকদের মতে, ‘ঘুরাই চলো মনের হুইল’–এ লিরিক থেকে ভিজ্যুয়াল পর্যন্ত সবকিছু এতটাই সূক্ষ্মভাবে তৈরি যে এটি প্রোডাক্ট প্লেসমেন্টের নতুন মডেল হতে পারে। ভিডিওটির এডিটিং, শট ট্রানজিশন এবং টেম্পোর নিখুঁত ম্যানিপুলেশনও প্রশংসিত হচ্ছে।