সোনম এখন ‘ইউথ আইকন অব দি ইয়ার’

মরণব্যাধি সোয়াইন ফ্লু থেকে ফিরে যেন অজেয় হয়ে উঠছেন সোনম কাপুর। সেরে ওঠার পর দিব্যি শুরু করে দিয়েছিলেন ছবির কাজ, এরই মধ্যে আবার পাচ্ছেন বিশেষ সম্মাননা পুরস্কার। ফিল্মফেয়ারের খবর বলছে, ইউথ আইকন অব দি ইয়ার খেতাবে সম্মানিত হয়েছেন অনিল কাপুর তনয়া সোনম।
এই অ্যাওয়ার্ড মূলত বিভিন্ন পেশাদারি ক্ষেত্রে তরুণদের অবদান এবং অবস্থানের ওপর ভিত্তি করে দেওয়া হয়। খেলাধুলা, রাজনীতি, সঙ্গীত, চলচ্চিত্র, টেলিভিশন এবং ব্যবসা-এই ক্যাটাগরিতে সম্ভাবনাময় তরুণ প্রজন্মের প্রতিনিধিদের দেওয়া হয় এই পুরস্কার। নাম হলো ‘যুব অ্যাওয়ার্ডস’। সোনম কাপুর সম্মানিত হয়েছেন অবশ্যই চলচ্চিত্রাঙ্গনের প্রতিনিধি (নারী) হিসেবে।
এই সম্মাননাপ্রাপ্তরা প্রতিবছর নির্বাচিত হন কিংবদন্তী সরোদ শিল্পী ওস্তাদ আমজাদ খান, লেখক প্রসুন জোশি, ভিএলসিসি হেলথ কেয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা বন্দনা লুথরা, নন্দিত খাদ্য বিশেষজ্ঞ ও ইতিহাসবিদ পুষ্পেশ পান্ত এবং অন্যদের গড়া এক জুরি বোর্ডের বিচারে।
এই সম্মাননায় যারপরনাই খুশি সোনম। ‘এই অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য অনেক সম্মানের। এই সম্মাননা একইসাথে নিয়ে আসে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি এই খেতাবটিকে যথোপযুক্ত মর্যাদা দেওয়ার আশা রাখি’-নিজের আনন্দ এভাবেই প্রকাশ করেন সোনম।
সোনম এখন ব্যস্ত আছেন সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির শুটিংয়ের কাজে। ছবিতে তিনি অভিনয় করছেন সালমান খানের বিপরীতে। এই ছবির শুটিং করতে গিয়েই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। অসুস্থ অবস্থা কাটিয়ে আবারও পূর্ণোদ্যমে ফিরেছেন কাজে। এ বছরের নভেম্বর মাস নাগাদ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।