জাজের নতুন দুই নায়িকা

জাজ মাল্টি মিডিয়া বরাবরই নতুন নায়ক-নায়িকা নিয়ে কাজ করে থাকে। বাপ্পী ও মাহীকে তারা বাংলাদেশ চলচ্চিত্রে নিয়ে আসে ‘ভালোবাসার রঙ্গ’ ছবির মাধ্যমে। গতকাল রোববার, ১৯ এপ্রিল, সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘প্রেমী ও প্রেমী’- ছবিটির সংবাদ সম্মেলনে হাজির করা হয় নতুন দুই নায়িকাকে- ফারিয়া ও জলি। ফারিয়া গণমাধ্যমের সঙ্গে আগে থেকেই জড়িত তবে জলি একেবারেই নবাগত। ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে কলকাতার অঙ্কুশের বিপরীতে অভিনয় করবেন ফারিয়া। ছবিটি পরিচালনা করবেন অশোক পতি ও আব্দুল আজিজ। আর জলি অভিনয় করবেন ভিন্ন একটি ছবিতে। তবে সেই ছবির নাম এখনো ঠিক হয়নি।
দুই নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ, পরিচালক অশোক পতি, অভিনেতা অমিত হাসান, বাপ্পি চৌধুরীসহ আরো অনেকে। সবাই এ সময় নবাগত নায়িকা নুসরাত ফারিয়া ও জলির জন্য শুভ কামনা করেন।
‘প্রেমী ও প্রেমী’ ছবিতে ফারিয়ার নায়ক হিসেবে থাকছেন কলকাতার নায়ক অঙ্কুশ। শুটিং শুরু হবে আগামী জুন মাস থেকে। ছবিটির বেশির ভাগ দৃশ্যায়ন হবে স্কটল্যান্ডে, বাকিটা হবে ভারতে। তবে বাংলাদেশেও এই ছবির কিছু অংশ শুটিং করার কথা রয়েছে। ছবির সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন, ইমন সাহা, আকাশ ও স্যাভি। এই ছবির নৃত্য পরিচালক ও চিত্রগ্রাহক নেওয়া হচ্ছে ভারত থেকে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথ প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।
অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেন, ‘আমি হাজার বার মাইক্রোফোন ধরেছি। কিন্তু আজ আমি খুব নার্ভাস। এই মুহূর্তটি আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আর এই স্বপ্নের মুহূর্তটি আমাকে উপহার দেওয়ার জন্য জাজকে ধন্যবাদ। কয়েক মাস ধরে আমি নিজেকে এ দিনের জন্য প্রস্তুত করেছি। অভিনয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’
নবাগত নায়িকা জলিকে নিয়ে যে চলচ্চিত্রটি হবে সেটির শুটিং শুরু হবে আগামী জুলাইতে। আর ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। জলি গুলশান ইন্টারন্যাশনাল স্কুলের ‘এ’ লেভেলের ছাত্রী।
দুই নায়িকাকে প্রায় ৫০০ মেয়ের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এরপর তারা অংশ নিয়েছেন বিভিন্ন কর্মশালায়। এর আগে জাজ মাল্টিমিডিয়ার ছবিতে কাজ করে মাহী বেশ জনপ্রিয়তা পান। তবে মাহীকে বাংলাদেশের অন্য কোনো প্রযোজকের ছবিতে দেখা যায় না। নবাগত নুসরাত ফারিয়া ও জলিও কি তাহলে শুধু জাজের কাজই করবেন? এমন প্রশ্নের জবাবে জাজের কর্ণধার আবদুল আজিজ বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মাহী যে শুধু আমাদের কাজই করে বিষয়টি এমন নয়। এর আগে মাহীর একটি ছবি মুক্তি পেয়েছে অন্য প্রযোজনা সংস্থা থেকে। আগামী মাসে আরেকটি ছবি মুক্তি পাচ্ছে সেটাও আমাদের প্রোডাক্শন নয়। নতুন যারা আমাদের ছবির মাধ্যমে আসছে তারাও চাইলে যে কারো ছবিতে কাজ করতে পারবে।’
দুই নায়িকার পরিচয় প্রকাশ ও ‘প্রেমী ও প্রেমী’ ছবির নাম ঘোষণার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন শওকত আলী ইমন, ন্যান্সি, কনা, শফিক তুহিনসহ আরো অনেকে। অনুষ্ঠানের আয়োজন ও পৃষ্ঠপোষকতায় ছিল ফেয়ার অ্যান্ড লাভলী।