খরাকবলিত দুই গ্রামের দায়িত্ব নিলেন আমির খান

খরার কবলে পড়ে মহারাষ্ট্রের বেশকিছু গ্রামের লোক দুর্বিষহ জীবনযাপন করছে। এরই মধ্যে তাদের সাহায্যার্থে সাধ্যমতো এগিয়ে এসেছে বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান।
বলিউড তারকারাও এগিয়ে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে। এরই মধ্যে বলিউড অভিনেতা নানা পাটেকার ও অক্ষয় কুমার খরা কবলিত গ্রামের মানুষদের সহযোগিতায় অর্থ দান করেছেন। সমস্যা সমাধানে ৫০ লাখ রুপি দান করেছেন অক্ষয় কুমার।
এবার আমির খানও মহারাষ্ট্রের খরা কবলিত এলাকার দুটি গ্রামের দায়িত্ব নিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণের এক খবরে বলা হয়েছে, সম্প্রতি খরাকবলিত মহারাষ্ট্রের গ্রামগুলো সশরীরে ঘুরে দেখেন আমির।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো খুঁজে বের করতে বীর থেকে আওরঙ্গবাদ পর্যন্ত ঘুরে দেখেন তিনি। এরপর সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম দুটির দায়িত্ব নেন তিনি। এ দুটি গ্রাম হচ্ছে তাল এবং কোরেগাঁও। আমিরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
এর আগেও এভাবে দুর্যোগকবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমির। ২০০১ সালে গুজরাটে ভয়াবহ ভূমিকম্পের পর কুচের গ্রামগুলোর দায়িত্ব নিয়েছিলেন আমির।
গ্রাম দুটি দায়িত্ব নেওয়ার পর পানি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন আমির। সেখানে তিনি বলেন, মহারাষ্ট্রে পানির সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যার যতটুকু সাধ্য আছে তার মধ্যেই।’
কয়েক বছর ধরে ভারতের মহারাষ্ট্রে চলছে তীব্র খরা। ফসলি জমিতে শস্য নেই। কৃষকদের বাঁচাতে রাষ্ট্রের উদ্যোগও যথেষ্ট নয়। প্রতিবাদ হিসেবে কৃষকরা আত্মহত্যা করছেন। চলতি বছরের জানুয়ারিতেই আত্মহত্যা করেছেন ৮৯ জন কৃষক।