দ্বিতীয় অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত দিতি

অভিনেত্রী দিতিকে গত মঙ্গলবার আবারো চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছিল। চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই অভিনেত্রীকে; সঙ্গে ছিলেন তাঁর মেয়ে লামিয়া চৌধুরী। এর আগে গত ২৯ অক্টোবর রাতে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানকার পরামর্শেই দিতিকে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দিতির পরিবার। দ্বিতীয় দফায় আরেকটি অস্ত্রোপচারের পর এখন তিনি শঙ্কামুক্ত।
আগেরবারের মতো এবারেও পরিচালক মুশফিকুর রহমান গুলজার ছিলেন সেখানে। আজ সকালে স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে দেওয়া তাঁর ফেসবুক স্ট্যাটাসেই জানা গেল দিতির অবস্থা, ‘গতকাল দ্বিতীয়বারের মতো অপারেশন করার পর আজ সকালে যখন দিতিকে কেবিনে আনা হয়, তখন দেখা যায় যে কথা বলছে, হাসছে এবং অন্যদের খোঁজখবর নিচ্ছে। লামিয়া ও দীপ্তও অনেক দিন পর আজ খুশি হয়েছে এবং তাদের মুখে হাসি ফুটেছে। সবই মহান আল্লাহর ইচ্ছা। তিনি আমাদের সবার প্রিয় মানুষ দিতিকে সম্পূর্ণ সুস্থ করে দেন—তাঁর কাছে এই প্রার্থনা করি। সবাইকে আবারো দিতির সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করছি। সবাই ভালো থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।’
চলতি বছরের মাঝামাঝি সময়ে দিতি ব্রেইন টিউমারে আক্রান্ত হন। এর পর তাঁকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত ২৯ জুলাই চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে তাঁর অস্ত্রোপচার করা হয় এবং সেটি সফল হয়। ২০ সেপ্টেম্বর ঢাকায় ফিরলেও মাস না গড়াতেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।