ঈদে আসছে মাসুদ সেজানের চার নাটক

ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দকে আরেকটু রাঙিয়ে দিতে প্রতি ঈদেই টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজন থাকে। বিশেষ আয়োজনের বিশেষ নাটক নির্মাণে যাঁদের নাম এগিয়ে তাঁদের মধ্যে একজন মাসুদ সেজান। এবারের ঈদে তিনি চারটি বিশেষ আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। এর মধ্যে দুটি ছয়দিনের ধারাবাহিক, একটি টেলিফিল্ম ও একটি নাটক।
পরিচালক মাসুদ সেজান এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রতি ঈদেই আমার কিছু বিশেষ আয়োজন থাকে। দেশ-বিদেশের বন্ধুরা যথন নাটক দেখে প্রশংসা করে, তখন নিজের কাছে ভালো লাগে। যাদের জন্য নাটক বানাই তাঁদের কাছ থেকে প্রচুর সাড়া পাই। আশা করি প্রতি ঈদের মতো এই ঈদেও আমার নাটক সবাইকে আনন্দ দেবে।’
ফরমাল-ইন রি-অ্যাকশন
ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টায় আরটিভিতে প্রচারিত হবে ছয়পর্বের ধারাবাহিক নাটক ‘ফরমাল-ইন রি-অ্যাকশন’। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুন, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিলন ভট্টাচার্য্য, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, নূর আলম নয়ন, রিমি করিম, হায়দার মিথুন প্রমুখ।
গল্পেদেখা যাবে শত্রুপক্ষ চিহ্নিত করেছে বাবু ভাইয়ের (জাহিদ হাসান) এখন একটাই সমস্যা, সে একজন ভালো মানুষ। নীতি-নৈতিকতা-আদর্শ থেকে তাকে কোনো ভাবেই সরানো যাচ্ছে না। অতএব তারা তাদের প্লানিং পরিবর্তন করে। বাবু ভাইকে যেহেতু হুমকি-ধমকি দিয়ে বশ করা যাচ্ছে না, কাজেই সমাজের কাছে প্রমাণ করতে হবে যে, সে একজন খারাপ মানুষ। শত্রুপক্ষ দুভাগে বিভক্ত হয়ে একপক্ষ তাকে নেশাখোর, মাতাল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উঠেপড়ে লেগে যায়, আরেক পক্ষ তার নীতি-নৈতিকতা সর্বোপরি মেয়েলি ঝামেলায় জড়িয়ে প্রচারণা চালায়, পোস্টারিং করে।
বাবু ভাই তার বউকে সামলে, এই দুই শত্রুপক্ষের সাথে কীভাবে মোকাবিলা করবে, আদৌ সে এই চক্রান্ত থেকে বের হতে পারবে কি না এই নিয়েই হাস্যরসের ভঙ্গিতে এগিয়ে যাবে ‘ফরমাল-ইন রি-অ্যাকশন’-এর গল্প।
সিনেমাটিক
ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ছয় পর্বের ধারাবাহিক নাটক সিনেমাটিক। এতে অভিনয় করেছেন- মোশাররফ করিম, চিত্রনায়িকা নিপুন, ডা. এজাজ, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, রোবেনা রেজা জুঁই, মিলন ভট্টাচার্য্য, মুনিয়া ইসলাম, মুকুল সিরাজ, আল আমিন সবুজ প্রমুখ।
গল্পেদেখা যাবে ছোটবেলা থেকেই তুহিন সিনেমার পোকা, নিজের সামাজিক অবস্থার কারণেই কি না জানি না, যেসব সিনেমায় কোটিপতি কন্যার সাথে গরিব ছেলের প্রেম দেখানো হয়, সেসব সিনেমা তার বেশি প্রিয়। শয়নে-স্বপনে সে শুধু ভাবে, আহা! আমার সামনে যদি কোনো কলেজ পড়ুয়া কোটিপতি কন্যার হাত থেকে বই পড়ে যেত, আমি তুলে দিতাম। অথবা এমনো তো হতে পারে, হঠাৎ করেই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল, আমি পরে গেলাম, গাড়ি থেকে নেমে এলো এক রাজকন্যা, আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল, দেখি, হাসপাতালে বেডের পাশে একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি। আমি বললাম আপনি এখানে কি চান? মেয়েটি আমার হাতে ফুল তুলে দিয়ে বলল, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচব না ...
তুহিন কোটিপতি কন্যাকে বিয়ে করার স্বপ্ন দেখে, কিন্তু পূরণ হয় না, মন খারাপ করে শুধু পথে পথে ঘুরে। একদিন হঠাৎ করেই তার সামনে একটি সুযোগ চলে আসে, রাস্তার পাশের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, লক্ষ করল, সিনেমার নায়িকার মতোই দেখতে সুন্দরী একটি মেয়ে পাশেই পার্কিং করা একটি গাড়িতে উঠে বসল। তুহিন মুহূর্তেই একটা রিস্ক নিয়ে নিল, গাড়ি স্টার্ট দিয়ে রওনা করা মাত্র তুহিনের চোখের সামনে ভেসে উঠল সিনেমার দৃশ্য, সে লাফ দিয়ে গাড়ির সাথে একটা ধাক্কা খেয়ে তিন হাত দূরে পড়ে গেল ...
সিনেমার বাকি অংশ দেখা যাবে বৈশাখী টিভির পর্দায়।
লাইফ সাপোর্ট
ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম লাইফ সাপোর্ট। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, মৌটুসি বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, আল আমিন সবুজ, জিনান, সারাহ্ প্রমুখ।
গল্পে দেখা যাবে শাহরিয়ার [রিয়াজ] ও সাদিয়ার [মৌটুসি] ছোট্ট সংসার, কিন্তু অশান্তিতে ভরা। ছোট বড় নানা বিষয় নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকে। পারস্পরিক দ্বিধা-দ্বন্দ্ব আর সন্দেহ যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন সাদিয়া সিদ্ধান্ত নেয়, এইভাবে আর একত্রে বসবাস করা সম্ভব না, সে তার বোনের বাড়িতে চলে যায়। অন্যদিকে শাহরিয়ার ঘরের সব আসবাবপত্র এমনকি মোবাইল ফোনটিও বিক্রি করে বনবাসে চলে যায়, এর পরই ঘটতে থাকে মজার সব ঘটনা।
সেলিব্রেটি
ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ২০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে ‘সেলিব্রেটি’। এতে অভিনয় করেছেন- মাহফুজ আহমেদ, হাসিন রওশন, ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, নূর আলম নয়ন, আল আমিন সবুজ, হায়দার মিথুন প্রমুখ।
গল্পে দেখা যাবে এখন নাকি সবাই স্টার, সবাই সেলিব্রেটি, এই নিয়ে ইকবাল [মাহফুজ] খুব কষ্টের মধ্যে আছে। বিশেষ করে ফেসবুক অন করলেই তার মেজাজটা বিগড়ে যায়। কোনো দিন নাম শোনে নাই, চোখে দেখে নাই এমন অসংখ্য অ্যাকাউন্ট থেকে তার কাছে যখন ফ্যান পেজে লাইক দেওয়ার রিকোয়েস্ট আসে। যেন ব্যাপারটা এ রকম, জোর করে নিজেকে চিনিয়ে, অনুনয়-বিনয় করে লাইক ভিক্ষা করে হলেও তিনি সেলিব্রেটি!
ইকবাল হোসেন যখন সিদ্ধান্ত নেয় ফেসবুকটাই বন্ধ করে দিবে, তখন হঠাৎ করেই লক্ষ করে তারই বউ নায়লা আক্তার [হাসিন] একজন সেলিব্রেটি হিসেবে ফ্যান পেইজে লাইক চেয়ে রিকোয়েস্ট পাঠিয়েছে। ইকবালের যতটুকু মনে পড়ে মাস ছয়েক আগে নায়লাকে নিয়ে তার এক নাট্যনির্মাতা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল, সেখানেই তাৎক্ষণিকভাবে নির্মাতা-বন্ধুটি তার বউকে একটি নাটকে নায়িকার বান্ধবী হিসেবে দুটি দৃশ্যে অভিনয় করার সুযোগ করে দিয়েছিল। যদিও নাটকটি এখনো প্রচারিত হয়নি কিন্তু ওই দিনে ওই সেটে উপস্থিত নায়ক মোশাররফ করিম ও নায়িকা তিশার সাথে তার কয়েকটি স্টিল ছবির কল্যাণেই নায়লা আক্তার আজকের সেলিব্রেটি হয়ে গেল কি না জানতে চাইলে বউ রীতিমতো অগ্নিমূর্তি হয়ে ওঠে। বলে, শুধু তা হবে কেন? সে একই সঙ্গে এখন একজন জনপ্রিয় ফেসবুক সেলিব্রেটি। ফেসবুকে তার দুইটা অ্যাকাউন্ট আছে, ১০ হাজার ফ্রেন্ড, এক লাখ ফলোয়ার, সব মিলিয়ে পৃথিবীজোড়া তার নাকি পরিচিতির বেশ রমরমা অবস্থা।
ইকবাল হোসেন এখন কী করবে? তার নিজের ফেসবুকটি বন্ধ করে দিবে? নাকি বউকে সেলিব্রেটির মর্যাদা দিয়ে তার ফ্যান পেজে লাইক দিবে?