ঈদে আসছে স্পর্শীয়া ও আবিরের ‘প্রেম প্রীতি’

‘এখন তো প্রেমিক-প্রেমিকারা একে অপরকে বাবু, সোনা এসব নামে বেশি ডাকে। কিন্তু আমি ভাবলাম, প্রেমিক-প্রেমিকারা একে অপরকে প্রেম ও প্রীতি বলেও তো ডাকতে পারে। এই ভাবনা থেকে ‘প্রেম প্রীতি’ নাটকটি লিখতে শুরু করি। নাটকের গল্পে দুই তরুণ-তরুণীর গভীর প্রণয় তুলে ধরা হয়েছে। আমরা জানি, বড় প্রেম অনেক সময় দূরে ঠেলে দেয়। কিন্তু এই নাটকের গল্পে এ রকম কিছু থাকবে না।’ কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক নাজনীন হাসান চুমকী।
ঈদ উপলক্ষে ‘প্রেম প্রীতি’ শিরোনামে একটি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন স্পর্শীয়া ও আবির।
নাটকের গল্পে দেখা যাবে, স্পর্শীয়া আবিরকে ‘প্রেম’ ও আবির স্পর্শীয়াকে ‘প্রীতি’ বলে ডাকে। তাদের ভালোবাসায় সংঘাত একদমই নেই। পুরো নাটকে দেখা যাবে মিষ্টি একটা প্রেমের গল্প।
‘প্রেম প্রীতি’ নাটক বানানোর অভিজ্ঞতা নিয়ে চুমকী বলেন, ‘স্পর্শীয়া ও আবির অনেক ভালো অভিনয় করেছেন। আর বাকি শিল্পীরা নতুন ছিল। তাই সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করাটা ছিল আমার জন্য চ্যালেঞ্জিং। তার পরও পুরো কাজটি করে আমি অনেক তৃপ্তি বোধ করছি। এখন দর্শকের ভালো লাগলে আমার শ্রম সার্থক হবে।’
‘প্রেম প্রীতি’ নাটকটি ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে বলে জানান পরিচালক নাজনীন হাসান চুমকী।