ঈদে শিশুদের অনুষ্ঠান ‘ইচ্ছে ঘুড়ি’

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান ‘ইচ্ছে ঘুড়ি’। অনুষ্ঠানটিতে থাকবে শিশুদের দলীয় নৃত্য, সঙ্গীত, ম্যাজিক শো, শিশুদের অংশগ্রহণে ফ্যাশন শো, ফ্যাশন ফটোশুটসহ নানা আয়োজন।
অনুষ্ঠানটি ছয় পর্বে ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা ১৫ মিনিটে প্রচারিত হবে। ছয় পর্বের তিনটি পর্ব ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে ট্রাভেল শোয়ের আদলে, জনপ্রিয় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম এবং দিয়াবাড়ি, বিরুলিয়া, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে। এ ছাড়া বাকি তিন পর্ব স্টুডিওর সুদৃশ্য সেটে ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানটিতে থাকছে এম আর ওয়াসেক, ওয়ার্দা রিহাব, আরিফুজ্জামান চয়ন, লোপা রায়, সম্বিতা রায়সহ দেশের স্বনামধন্য নৃত্যশিল্পীদের পরিচালনায় শিশুদের দলীয় নৃত্য। সঙ্গীত পরিবেশন করেছে গীতিমায়া সঙ্গীতালয়ের শিশুশিল্পীরা।রুনোট একাডেমি অব মিউজিক অ্যান্ড আর্টস স্কুলের শিশুশিল্পীদের পরিবেশনায় থাকছে ইংরেজি ব্যান্ড গান। এ ছাড়া ম্যাজিক শো, গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের পরিচিত কিছু সময়ের খণ্ডচিত্র ও কালজয়ী গল্প, উপন্যাসের নারী চরিত্রগুলোকে শিশুশিল্পীদের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, আছে স্টুডিওতে দেশীয় ও পশ্চিমা ঘরানার বর্ণিল ফ্যাশন শোসহ নানা আয়োজন। পোশাক পরিকল্পনা করেছেন এস আলম এবং সিরাজুন মনিরা তৃণা। কোরিওগ্রাফি এবং কম্পোজিশন করেছেন এডলফ খান, আরিফুজ্জামান চয়ন ও এস আলম ।
ঈদের অনুষ্ঠান হিসেবে ‘ইচ্ছে ঘুড়ি’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আব্দুল্লাহ্ আল মামুন ও শাহ্ আলম। শুভ্র বাড়ৈয়ের শিল্প নির্দেশনায় চিত্রগ্রহণ করছেন ফিরোজ আখতার, আসাদ আলী, অনিমেষ হাওলাদার, ওয়াহেদুল ইসলাম, জাহিদ হোসেন, মুজিবর রহমান প্রমুখ। সম্পাদনা করেছেন মুরাদ খান, রাজীব খান, শিহাব মাহমুদ, সেতু পোদ্দার, সৌমিত্র সাহা ও কামাল পাশা। গ্রাফিক্স করেছেন সাইফুল শিপার এবং আবহ সঙ্গীত করেছেন আল মামুন ও এস আলম।