‘দলছুট প্রজাপতি’তে দিতির পরিবর্তে মেমী

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘দলছুট প্রজাপতি’। নাটকটি প্রতি সপ্তাহের শনি ও রবিবার প্রচারিত হয়। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। নাটকটিতে এত দিন মিসেস চৌধুরী চরিত্রে অভিনয় করতেন পারভীন সুলতানা দিতি। তবে গত সপ্তাহ থেকে নাটকে দিতির পরিবর্তে মিসেস চৌধুরী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মনিরা ই্উসুফ মেমী। কারণ দিতি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। গত ঈদের আগে হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। তাৎক্ষণিকভাবে ঢাকায় চিকিৎসা করালেও উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে পরিচালক আরিফ খান এনটিভি অনলাইনকে বলেন, ‘দিতি আপা এখন ভালো আছেন কিন্তু শারীরিকভাবে তিনি পুরোপুরি সুস্থ হননি। তাঁর সঙ্গে আমার ফোনে আলাপ হয়েছে। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন এই চরিত্রের জন্য অন্য কাউকে নিতে কারণ আপতত তিনি শুটিং করতে পারবেন না। যেহেতু এটা চলতি ধারাবাহিক নাটক, তাই আমারও নাটকের শিল্পী প্রয়োজন ছিল। আশা করছি দর্শকরা বিষয়টি ভালোভাবে গ্রহণ করবেন।’
তারকাবহুল জনপ্রিয় এই নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ, রওনক হাসান, কল্যাণ, নিলয়, বন্যা মির্জা, মৌসুমী নাগ, নওশীন, বাধঁন, স্বাগতা, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর, লায়লা হাসান, চিত্রলেখা গুহসহ আরো অনেকে।