ঈদে আসছে মম-নিশোর ‘প্রেমের গল্প’

নাটকে মম ও নিশোর রসায়ন নতুন নয়। তাদের দুজনের নাটকের সংখ্যা নেহাত কম নয়। আসছে ঈদ উপলক্ষে কৌশিক শংকর দাশ পরিচালিত ‘প্রেমের গল্প’ টিভি নাটকে কাজ করেছেন মম-নিশো। নাটকটি লিখেছেন ইসরাফিল বাবু। পুরো রোমান্টিক ধাঁচের এই গল্পের নাটকে মম ও নিশোর মধ্যে দারুণ রসায়ন দেখা যাবে। নাটকের প্রথম দিকে তাঁরা প্রেমিক-প্রেমিকা থাকেন। এরপর তাঁরা বিয়ে করে সংসার করতে শুরু করেন। এর পর থেকে শুরু হতে থাকে নানা ঘটনা। মম আগের মতো জীবনযাপন করতে চাইলেও নিশো তা চান না। প্রতিদিন ছোট ছোট বিষয় নিয়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকের নামের মধ্যেই যেহেতু গল্প আছে, তাহলে বোঝাই যাচ্ছে নাটকে অনেক নাটকীয়তা রয়েছে।
পরিচালক কৌশিক শংকর দাশ বলেন, ‘মম-নিশো জুটিকে নিয়ে কাজ করতে অনেক ভালো লেগেছে। অভিনয়ের ব্যাপারে তাঁরা দুজনেই অনেক সিরিয়াস। তাই আমি যেমনটা তাঁদের নিয়ে প্রত্যাশা করেছি ঠিক তেমনই পেয়েছি। আশা করি দর্শকরা নিরাশ হবেন না।’ নাটকটি নিবেদন করেছেন গ্রামীণফোন। ঈদে আরটিভিতে নাটকটি দেখানো হবে।