অভিনয়ে ফিরলেন তিন্নি

‘তিন্নি আমাকে অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমি ওকে একদম পাত্তা দিই না। ওকে অপছন্দের প্রধান কারণ হলো, ও টম বয় টাইপ। কিন্তু তিন্নির ছোট বোন স্বর্ণাকে আমি অনেক পছন্দ করি। এদিকে, তিন্নি আমাকে অনেক ভালোবাসে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প,’ কথাগুলো বলছিলেন অভিনেতা নীরব।
আসছে ঈদ উপলক্ষে ‘একই বৃন্তে’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন তাঁরা দুজন। এ নাটকের মাধ্যমে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিন্নি। এখন থেকে নিয়মিত নাটকে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এই নাটকে তাঁর চরিত্রের নাম সোহা।
রোমান্টিক ধাঁচের এই নাটকটি লিখেছেন তিন্নির মা কস্তরি দত্ত মজুমদার। আলী আজাদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন সুজন শাহরিয়ার।
তিন্নির সঙ্গে অনেক দিন পর কাজ করছেন, কেমন লাগছে? এমন প্রশ্নের উত্তরে নিরব বলেন, ‘যোগাযোগ খুব কম ছিল তাঁর সঙ্গে। তিন্নি তো ফেসবুকেও নেই। অনেক দিন পর আবার আমাদের দেখা হলো। একসঙ্গে আমরা আবার কাজ করছি। অনেক ভালো লাগছে। তিন্নি অনেক মেধাবী ও মুক্ত মনের মানুষ। ওর আচরণ আগের মতই আছে। তিন্নি একদম বদলায়নি।’
১৫ সেপ্টেম্বর থেকে নাটকটির শুটিং শুরু করেন পরিচালক সুজন শাহরিয়ার। আজই উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন তিনি।