বলিউডে প্লেব্যাক করতে চায় অনন্যা

গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল জুনিয়রের দ্বিতীয় আসরের মুকুট জিতে নিয়েছে ভুবনেশ্বরের মেয়ে অনন্যা নন্দ। ইন্ডিয়ান আইডল জুনিয়র হওয়ার পর তার ইচ্ছার কথা গণমাধ্যমকে জানিয়েছে সে। গানপাগল অনন্যা প্লেব্যাক সিঙ্গার হিসেবে বলিউডে ক্যারিয়ার গড়তে চায়। আর তা হওয়ার জন্য গায়িকা শ্রেয়া ঘোষালের পথ অনুসরণ করতে চায় সে।
এনডিটিভিকে অনন্যা জানায়, ‘প্লেব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্নটা আমি অনেক আগে থেকেই দেখেছি। ইন্ডিয়ান আইডলের কারণে আমি আমার স্বপ্ন পূরণের আরো কাছাকাছি পৌঁছাতে পেরেছি।’
১৪ বছর বয়সী অনন্যা বলে, আগে সে সেমি-ক্ল্যাসিক্যাল ঘরানার গান বেশি করত। কিন্তু ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় আসার পর গান নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পেয়েছে সে। অনন্যা জানায়, ‘আমি নানা ধরনের গান নিয়ে এখানে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পেয়েছি। শিরোপা জেতার পর খুব ভালো লাগছে। শ্রেয়া ঘোষাল আমার আইডল। আমি তাঁর মতো হতে চাই। ইন্ডিয়ান আইডলে এসে আমি ভালো গান গাওয়ার অনেক কৌশল রপ্ত করেছি।’
কাদের জন্য প্লেব্যাক করতে চায় অনন্যা? নতুন এই রকস্টারের উত্তর, ‘সোনাক্ষী সিনহা, আনুশকা শর্মা ও দীপিকা পাড়ুকোনের জন্য গান করতে চাই।’ সঙ্গে যোগ করেছে, ‘তবে এখন আমি লেখাপড়ায় মনোযোগ দিতে চাই।’
আট বছর বয়স থেকে গান শুরু করে অনন্যা। তার মতে, ‘তখন আমি নিজে নিজেই গাইতাম। কিন্তু গত চার বছর ধরে ক্ল্যাসিক্যাল শিখছি। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী এবং সফলতার জন্য সবাইকে খুব খাটতে হয়।’
অনন্যা জানায়, ‘এখন আমি উড়িষ্যায় গিয়ে নাইন্থ স্ট্যান্ডার্ডের জন্য পড়া শুরু করব। এর পাশাপাশি ক্ল্যাসিক্যাল গান শেখা চালিয়ে যাব। লেখাপড়া শেষ করে পুরোপুরি গানে মনোযোগ দেব।’
অনন্যার বাবা প্রসন্ন কুমার নন্দ একজন সরকারি কর্মচারী এবং মা প্রশান্তি মিশরা একজন গৃহিণী।
ইন্ডিয়ান আইডল জুনিয়রের এবারের আসরে বিচারক ছিলেন সংগীত পরিচালক সালিম মার্চেন্ট, বিশাল দাদলানি এবং বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।