তারকার চারবেলা
ছুটির দিনে শ্বশুরবাড়ি যাই : মিথিলা

মিথিলা, এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। গেল ঈদে টিভি পর্দায় চারটি নাটকে দেখা গিয়েছিল তাঁকে। এবার ঈদে মিথিলাকে দেখা যাবে রেদওয়ান রনি পরিচালিত ‘দুষ্টু ছেলের দল’ নাটকে। চাকরি, পড়াশোনা, পরিবার ও অভিনয় সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকেন গুণী এই অভিনয়শিল্পী। ছুটি পান সপ্তাহে দুদিন। আজ আমরা জানব প্রিয় এই তারকার ছুটির দিন কীভাবে কাটে।
মিথিলার সকাল
ছুটির দিনে আমি সকাল ৭টা অথবা সাড়ে ৭টায় ঘুম থেকে উঠি। অফিস থাকলে অধিকাংশ দিনে নাশতা না খেয়ে আমি অফিসে যাই। আর ছুটির দিনে নাশতায় পরোটা ও ডিম খেতেই ভালো লাগে। নাশতা খেয়ে বাসার কাজে একটু মনোযোগী হই।
মিথিলার দুপুর
বাসায় আমার কাজের লোক নেই। তাই রান্না আমাকেই করতে হয়। দুপুরে সাধারণত আমি প্রচুর সবজি রান্না করি। মিষ্টি কুমড়া, লালশাক, ঢেঁড়শ, ডাল ও নানা ধরনের সবজি রান্না করতে আমি পছন্দ করি। তারপর মুরগি ও গরুর মাংস রান্না করি। আর যেদিন অফিস থাকে, সেদিন দুপুরে রান্না করি না। আমরা বাইরে খেয়ে নিই। আমি মূলত সপ্তাহে তিনদিন রান্না করি। আর ছুটির দিনে কমন একটা কাজ করি। তা হলো সবাই মিলে শ্বশুরবাড়ি বেড়াতে যাই।
মিথিলার বিকেল
বিকেলে সময় পেলে আমি বছরের সেরা ছবিগুলো দেখার চেষ্টা করি। এ ছাড়া মেয়েকে নিয়ে সুন্দর সময় পার করি। বিকেলে হালকা কিছু খেতে পছন্দ করি। নির্দিষ্ট কোনো পছন্দ নেই।
মিথিলার রাত
অফিস ও ক্লাস থাকলে বাসায় ফিরতে রাত সাড়ে ৯টা বেজে যায়। এরপর খেয়ে ঘুমিয়ে পড়ি। আর ছুটির দিনে রাতে আমার মেয়ের কাপড় গোছানো ও টুকটাক কাজ করতে করতে সময় পার হয়ে যায়। আমার জীবন এখন দৌড়ের ওপর আছে। অবসরেও অনেক কাজ।