ঈদের আনন্দে তারকার নৃত্য

নাচ ছাড়া ঈদের অনুষ্ঠান কি জমে? মোটেই না। তাই আসছে ঈদ উপলক্ষে এনটিভির পর্দায় দেখা যাবে নাচের অনুষ্ঠান। জোনায়েত বিন জিয়ার প্রযোজনায় ‘রিদম অব জয়’ শিরোনামের অনুষ্ঠানে নাচ করেছেন দেশের সেরা পাঁচ নৃত্যশিল্পী—নাদিয়া আহমেদ, নিপুণ, ভাবনা, সুপ্রিয়া ও সাবিলা। স্প্যানিশ, আরবি, ব্যালে, ইংলিশ ও বাংলা গানের সঙ্গে নাচ করেছেন তাঁরা। নৃত্যপরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন। সম্প্রতি সিনিয়র ও তরুণ শিল্পীদের নিয়ে নাচের এই অনুষ্ঠানের শুটিং হয় এনটিভির স্টুডিওতে।
অনুষ্ঠানে জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ ব্যালে নাচ করেছেন। নাচ শেষ করে হাসিমুখে এই তারকা এনটিভি অনলাইনকে বলেন, ‘নাচ ও অভিনয় একসঙ্গে আমি চালিয়ে যাচ্ছি। নিজের প্রথম পরিচয় নৃত্যশিল্পী বলতে আমার ভালো লাগে। সব সময় তো নাচ করছি, তবে ঈদের অনুষ্ঠানে নাচের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।’
এবারেই প্রথম আরবি গানের সঙ্গে নাচ পরিবেশন করেছেন চিত্রনায়িকা নিপুণ। ‘ইয়া হাবিবি’ গানের সঙ্গে সহশিল্পীদের সঙ্গে নাচ করেন তিনি। তাঁর নাচের পোশাকে ছিল রাজকীয়ভাব। মেয়ে তানিশাকে নিয়ে স্টুডিওতে এসেছিলেন নিপুণ। মায়ের সাজ দেখে মুগ্ধ ছিল তানিশা। সে জানাল, মায়ের নাচের বড় ভক্ত সে।
কালো পোশাকে পরিপাটি সাজে স্প্যানিশ গানের সঙ্গে নাচতে দেখা যাবে নৃত্যশিল্পী ও অভিনেত্রী ভাবনাকে। সহশিল্পীদের সঙ্গে বেশ উচ্ছ্বসিত ভঙ্গিতে নাচ করতে দেখা যাবে জনপ্রিয় এই নৃত্যশিল্পীকে।
সাবিলা ও সুপ্রিয়া এখন অভিনয়ে নিয়মিত হলেও তাঁদের শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে। খুব ছোটবেলা থেকে নাচ শিখেছেন তাঁরা। অভিনয়ের কারণে গত ঈদে অনেক নাচের অনুষ্ঠান বাতিল করেছেন বলে জানান সাবিলা। তবে এবার ঈদে অভিনয়ের পাশাপাশি নাচের সুযোগ হারাতে চাননি তিনি। আনিলার কণ্ঠে বাংলা একটি গানের সঙ্গে নাচ করেছেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রণবীর।
এদিকে সহশিল্পী শাওনকে নিয়ে ইংরেজি একটি গানে নাচতে দেখা যাবে সুপ্রিয়াকে। নাচের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক ভালো লেগেছে বলে জানান তিনি।
নৃত্যপরিচালক কবিরুল ইসলাম রতন বলেন, “আমি টানা ১০ দিন শিল্পকলায় সবাইকে নিয়ে নাচের অনুশীলন করেছি। প্রত্যেকেই অনেক প্রফেশনাল নৃত্যশিল্পী। আশা করি, ‘রিদম অব জয়’ নাচের অনুষ্ঠানটি সবার অনেক ভালো লাগবে।”