চার জীবনের গল্প নিয়ে ‘সম্পর্কের রং’

আসছে ঈদ উপলক্ষে সাখাওয়াৎ মানিক নির্মাণ করেছেন নাটক ‘সম্পর্কের রং’। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, শখ, আফজাল খান ও এমিলি জান্নাত। নাটকটি আরটিভিতে প্রচারিত হবে বলে জানান পরিচালক সাখাওয়াৎ মানিক।
‘সম্পর্কের রং’ নাটকের গল্পে দেখা যাবে, শখ ও অপূর্ব দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসেন। কিন্তু ব্যবসায়ী অপূর্ব ব্যস্ততার কারণে কোনোভাবে শখকে সময় দিতে পারেন না। একসময় শখ বদলে যেতে শুরু করেন। অপূর্বর সঙ্গে জেদ করে একটা রেস্টুরেন্টে একা খেতে আসেন তিনি। সেখানেই তাঁর পরিচয় হয় আফজাল খানের সঙ্গে। আফজাল খান ওই রেস্টুরেন্টে চাকরি করেন। এরপর শখের সঙ্গে আফজাল খানের বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এদিকে শখের সঙ্গে মিশতে গিয়ে আফজাল খান ভুলে যান তাঁর প্রেমিকা এমিলি জান্নাতকে। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।
মানুষের বাস্তব জীবনের সঙ্গে নাটকের গল্পে অনেক মিল রয়েছে বলে জানান অভিনেত্রী শখ। তাই তিনি বেশ আগ্রহ নিয়ে কাজটি করেছেন। আফজাল খান বলেন, ‘নাটকের গল্পে অনেক মোড় রয়েছে। শেষেও রয়েছে অনেক চমক। নাটকটি কেউ দেখতে শুরু করলে আর শেষ না করে উঠতে পারবে না। চারটি জীবনের টানাপড়েন, প্রেম-ভালোবাসা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আশা করি নাটকটি সবার ভালো লাগবে।’