দ্বৈত চরিত্রে মিমো

‘নিয়মিত অনেক নাটকে কাজ করছি। কিন্তু নাটকের নামভূমিকায় কাজ করার মজাই আলাদা,’ কথাগুলো বলছিলেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী লামিয়া মিমো। হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘নন্দিনী’ শিরোনামের একটি মেগা ধারাবাহিকে ‘নন্দিনী’ চরিত্রে কাজ করছেন তিনি।
এই নাটকে শুধু নামভূমিকায় নয়, দ্বৈত চরিত্রেও কাজ করছেন মিমো। নন্দিনীর বোন, একজন সৎ পুলিশ অফিসারের ভূমিকায়ও দেখা যাবে তাঁকে। বৈশাখী টেলিভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হওয়ার পর থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মিমো।
মিমো বলেন, ‘নাটকের তৃতীয় লটের এখন শুটিং চলছে। আমি এখানে দুটি চরিত্রে অভিনয় করলেও নাটকের শেষের দিকে আরো একটি চরিত্রে আমাকে দেখা যেতে পারে। নাটকের গল্প সমসাময়িক, তাই একাধিক চরিত্রে অভিনয় করতে আমার অসুবিধা হচ্ছে না; বরং আমি উপভোগ করছি। কারণ, বিভিন্ন চরিত্রে অভিনয় করার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং।’
‘নন্দিনী’ নাটকটিতে মিমো কাজ করেছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদের বিপরীতে। এ প্রসঙ্গে মিমো বলেন, ‘শতাব্দী ভাইয়া চমৎকার একজন মানুষ। তাঁর সঙ্গে এর আগেও আমি অনেক নাটকে কাজ করেছি। কখনো নার্ভাস ফিল করিনি। কারণ একটাই, শতাব্দী ভাইয়া অনেক হেল্পফুল।’
এ মুহূর্তে ‘নন্দিনী’ ছাড়াও ‘ঘরওয়ালি পরওয়ালি’, ‘সাহস সঞ্চয় ব্যুরো’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন মিমো। আসছে ঈদ উপলক্ষে আরো কিছু খণ্ড নাটকে কাজ করে ব্যস্ত সময় পার করছেন সুপার হিরোইন খ্যাত এই অভিনেত্রী।