‘রেইনবো’ বলবে তিন নারীর কথা
‘আমি বিশ্বাস করি মানুষের জীবন কখনো সাদা অথবা কালো হতে পারে না। রংধনুর সাত রঙের মতো মানুষের জীবন রঙিন। তাই টেলিফিল্মটির নাম রেখেছি রেইনবো’– কথাগুলো বলছিলেন পরিচালক মাহমুদ দিদার। তিনদিন ধরে উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ‘রেইনবো’ টেলিফিল্মের শুটিং করছেন তিনি। আজই শুটিং শেষ করবেন বলে জানান মাহমুদ দিদার।
তিন নারীর গল্প নিয়ে তৈরি হচ্ছে টেলিফিল্ম ‘রেইনবো’। এখানে তিন নারীর চরিত্রে অভিনয় করছেন রিচি সোলায়মান, স্বাগতা ও প্রভা। টেলিফিল্মটির গল্পে দেখা যাবে, ‘স্বাগতা একজন সংগীতশিল্পী। কিন্তু চারপাশের পুরুষদের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর অভিজ্ঞতা অনেক শোচনীয় হয়। বিষয়টা এ রকম, স্বাগতা কোনো ভালো সুরকারকে খুঁজে পায় না। সবাই গান করার নামে কুপ্রস্তাব দেন। একসময় স্বাগতার মন ভেঙে যায়। স্বাগতার সঙ্গে ভালো পরিচয় থাকে শহরের নামকরা একজন ফ্যাশন ম্যাগাজিন এডিটরের সঙ্গে যিনি কিনা নিজেও পুরুষবিরোধী। আর এই চরিত্রে অভিনয় করছেন রিচি সোলায়মান। স্বাগতা, রিচির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেন। এদিকে নাটকে আর এক নারী চরিত্রে অভিনয় করছেন প্রভা। এখানে প্রভা নির্যাতনের শিকার হন। তাঁর স্বামী অকারণে তাঁকে মারধর করেন। একসময় বিরক্ত হয়ে ওঠেন প্রভা। জীবনে বেঁচে থাকার জন্য নিরাপদ আশ্রয় খুঁজতে শুরু করেন। একপর্যায়ে প্রভারও পরিচয় হয় রিচির সঙ্গে। জীবনের নতুন ঠিকানা খুঁজে পান তিনি। এভাবে এগিয়ে যেতে থাকে রেইনবোর কাহিনী।’
রিচি, স্বাগতা ও প্রভা ছাড়াও টেলিফিল্মটিতে আরো গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন নিয়াজ মোর্শেদ ও পাভেল ইসলাম। টেলিফিল্মটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে জানান পরিচালক মাহমুদ দিদার।
পরিচালক আরো বলেন, ‘প্রত্যেক নারীর জীবনে সুখ-দুঃখ রয়েছে, যাঁরা রেইনবো টেলিফিল্মটা দেখবেন, তাঁরা অনেক কিছু শিখতে পারবেন বলে আমার বিশ্বাস। টেলিফিল্মের গল্পে একপর্যায়ে রিচি, স্বাগতা ও প্রভার তিনজনের মধ্যে মনের মিল হয়। তাঁদের জীবনে প্রথমে দুঃখ থাকলেও একসময় তাঁরা নিজেদের মতো করে সুখ খুঁজে নেন।’