আবারো নাটকে পূর্ণিমা

ছবির কাজ থেকে চিত্রনায়িকা পূণির্মা দীর্ঘ বিরতি নিলেও খণ্ড নাটকে মাঝেমধ্যে কাজ করতেন তিনি। তবে নাটকেও অনেক দিন অনুপস্থিত ছিলেন জনপ্রিয় এই নায়িকা। সর্বশেষ দুই বছর আগে নুজহাত আলভী আহমেদ পরিচালিত ‘স্বপ্নতরী’ শিরোনামে একটি নাটকে সজলের বিপরীতে কাজ করেন পূর্ণিমা। এর পর ছোট পর্দায় তাঁকে আর দেখা যায়নি।
পূর্ণিমা-ভক্তদের জন্য সুখবর হলো, আসছে ঈদ উপলক্ষে আরিফ খান পরিচালিত একটি টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘আমার বেলা যে যায়’ শিরোনামে টেলিফিল্মটি লিখেছেন বদরুল আনাম সৌদ। টেলিফিল্মটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ।
পরিচালক আরিফ খান বলেন, ‘পূর্ণিমা দুর্দান্ত অভিনয় করেন। তাঁর সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। কাজের প্রতি তাঁর সততা রয়েছে। অনেক দিন পর পূর্ণিমা ক্যামেরার সামনে ফিরছেন। দর্শক আবারো তাঁকে নতুনভাবে গ্রহণ করবে বলে আমার বিশ্বাস।’
ভালো চিত্রনাট্য পেলে মাঝেমধ্যে নাটকে কাজ করবেন বলে জানান পূর্ণিমা। তবে নাটকে একেবারে নিয়মিত হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। টেলিফিল্মটির শুটিং আগামীকাল শনিবার উত্তরার একটি শুটিং হাউসে শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক আরিফ খান।