এনটিভির শুভসন্ধ্যায় আজ পরী মণি

এনটিভির জনপ্রিয় একটি অনুষ্ঠান ‘শুভসন্ধ্যা’। দীর্ঘদিন ধরে চলা এই জনপ্রিয় অনুষ্ঠানে হাজির হতে যাচ্ছেন এ প্রজন্মের আলোচিত নায়িকা পরী মণি। এনটিভির নিয়মিত এই অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সম্প্রচার করা হবে। সাধারণত সমসাময়িক শিল্প-সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয় এ অনুষ্ঠানে। মৃণাল দত্ত প্রযোজিত আজকের শুভসন্ধ্যাটি উপস্থাপনা করেছেন তাউফিকা রহমান।
‘শুভসন্ধ্যা’ সম্পর্কে চিত্রনায়িকা পরী মণি বলেন, “এনটিভি এমনিতে অনেক জনপ্রিয় একটি চ্যানেল। শুভসন্ধ্যায় আমাকে আমন্ত্রণ জানানোয় আমি খুব খুশি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে আমার অভিনীত চলচ্চিত্র ‘আরো ভালোবাসবো তোমায়’। ২১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘লাভার নাম্বার ওয়ান’ আর আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’। এই অনুষ্ঠানে এসে আমার মনে হয়েছে, আমার ছবি নিয়ে কিছু তথ্য এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারব।”
আসন্ন ছবিটি কেমন হবে—এমন প্রশ্নের জবাবে পরী মণি বলেন, ‘বাংলাদেশের আশি ভাগ ছবিই প্রেমনির্ভর। ‘আরো ভালোবাসবো তোমায়’—আমাদের এই ছবিও প্রেমনির্ভর। আসলে আমাদের সবার জীবনেই প্রেম আসে, আমরা সবাই জানি প্রেম কেমন। আর চলচ্চিত্রে আমাদের নিজেদের জীবনকেই দেখতে চাই সবাই। এই ছবিতে নায়ক শাকিব খানের নিজের জীবনের গল্পের পাশাপাশি আমার মতো সাধারণ মেয়ের প্রেমের গল্প এতে থাকছে। আগামী শুক্রবার ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিটি মুক্তি পাচ্ছে, এটি একদম বাণিজ্যিক ছবি। আর ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আমার স্বপ্নের ছবি ‘রানা প্লাজা’। আপনারা হলে এসে ছবিটি দেখুন। আমি মনে করি, এই ছবি একটি মাইলফলক হবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য।’
এর আগে নায়িকা পরী মণি এনটিভি অনলাইনের কার্যালয়ে এসে কিছুটা সময় কাটান। বাংলাদেশ চলচ্চিত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখায় এনটিভি অনলাইনকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘কিছুদিন আগেও আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো ছিল না। এখন আমরা সবাই মিলে চেষ্টা করছি সুন্দর দিন ফিরিয়ে আনার জন্য। কিন্তু সংবাদমাধ্যমগুলোকে এগিয়ে আসতে হবে। এনটিভি অনলাইন যে ভূমিকা রাখছে, এতে চলচ্চিত্র আরো সমৃদ্ধ হবে।’