আবারো এক ফ্রেমে শখ-নিলয়

দীর্ঘ বিরতির পর গেল ঈদে শখ-নিলয় একসঙ্গে জুটি বেঁধে কাজ করেন কৌশিক শংকর দাশ পরিচালিত ‘ওয়ান ফাইন ডে’ নাটকে। আবারো তাঁরা জুটিবদ্ধ হয়েছেন। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে এহসানুল হক সেলিম পরিচালিত ‘কাছের মানুষ’ শিরোনামে একটি টেলিফিল্ম ও ‘দূরত্ব’ শিরোনামে একটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন তাঁরা।
মালয়েশিয়ায় নাটক দুটির শুটিং করেন তাঁরা। গত সপ্তাহে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন শখ-নিলয়। মালয়েশিয়ায় শুটিংয়ের ফাঁকে ঘোরাঘুরিও করেছেন তাঁরা। তুলেছেন বিভিন্ন মুহূর্তের সেলফি।
নিলয় বলেন, ‘শখ আর আমি অনেক ভালো বন্ধু। পেশাগতভাবে আমরা দুজন অনেক ভালো সহশিল্পী। শুটিংয়ের সময় খুব মনোযোগ দিয়ে আমরা কাজ করি। শুটিংয়ের পর ইউনিটের সবাই মিলে আড্ডা দিই। আর নাটকের কাজ দারুণ হয়েছে। আশা করছি, দর্শক ভালো গল্পের একটা নাটক দেখবেন। নাটকটি দেখে কারো মনে হতে পারে, এটা তাঁদের জীবনের গল্প।’
এদিকে, মডেলিংয়ের বাইরে নাটক নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন শখ-নিলয়। চলতি বছরে নাটক ও বিজ্ঞাপনে সমানতালে কাজ করেছেন জনপ্রিয় এই জুটি। কিছুদিন পর নতুন আরেকটি বিজ্ঞাপনের মডেল হবেন শখ।
শখ-নিলয় জুটি পছন্দ করেন দর্শক। দর্শকের আগ্রহের কারণে আবারো তাঁরা নাটকে জুটি হয়ে কাজ করবেন বলে জানান নিলয়।