লাক্স তারকা চৈতির বাগদান

লাক্স-চ্যানেল আই সুপার স্টার ইশরাত জাহান চৈতির বাগদান সম্পন্ন হয়েছে। পাত্র শাওন রায় একজন থ্রিডি অ্যানিমেটর এবং গ্রাফিক ডিজাইনার।
আজ শুক্রবার সকালে, চৈতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘এঙ্গেজড’ লেখেন। হবু বর শাওন রায়ের সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেন তিনি ফেসবুকে। ছবির সঙ্গে ইংরেজিতে ক্যাপশন ছিল, ‘উইথ মাই লাইফ’।
২০০৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হয়েছিলেন চৈতি। এরপর নিয়মিত টিভি নাটক এবং বিজ্ঞাপনে কাজ করেন তিনি। ভালো গানও গাইতে পারেন চৈতি।
‘তন্ময় সামী’ শিরোনামের একটি অ্যালবামে ‘বিষাদি প্রহর’ ও ‘অপূর্ণ ইতিহাস’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছিলেন চৈতি। একক নাটক কম করলেও বর্তমানে চৈতি বেশ কিছু ধারাবাহিক নাটকের কাজে ব্যস্ত সময় পার করছেন।
বর্তমানে চৈতি অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ‘দূরত্ব’, ‘ডিবি’ ও মাই টিভিতে প্রচারিত হচ্ছে ‘অশান্ত প্রেম’।
২০১১ সালে ‘মধুমতি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রের কাজ শুরু করেন চৈতি। প্রথম ছবিতে নায়ক রিয়াজের বিপরীতে কাজ করেছিলেন তিনি। এরপর নাম চূড়ান্ত না হওয়া আরো দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন চৈতি।