অভিনয়ের প্রতি আকর্ষণ সব সময় ছিল : ঝুমুর

নাফিসা কামাল ঝুমুর এ সময়ের জনপ্রিয় মডেল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। গেল ঈদে ঝুমুর অভিনীত ‘ছুঁয়ে যাও আসমান’, ‘অপেক্ষার শেষ দিন’সহ বেশ কিছু নাটক প্রচারিত হয়। আসছে ঈদ উপলক্ষে আরো কিছু নাটকের কাজ করবেন বলে জানান ঝুমুর।
তাহলে কি মডেলিং ছেড়ে দিয়ে অভিনয়ে সিরিয়াস হচ্ছেন? প্রশ্ন শুনে ঝুমুর বলেন, ‘না, মডেলিং ছাড়ব না। তবে আমি এখন নিয়মিত নাটকে অভিনয় করতে চাই। অভিনয়ের প্রতি আমার আকর্ষণ সব সময় ছিল। আমি মূলত অভিনেত্রী হতে চাই। যেহেতু আমি অভিনয় কোথাও শিখিনি, তাই অভিনয় করা আমার জন্য চ্যালেঞ্জিং। নাটকের একটা গ্রুপ থিয়েটারের সঙ্গে আমার কথাবার্তা চলছে। আমি এখন থিয়েটারে কাজ করতে চাই। মঞ্চনাটক করলে অভিনয়ের কৌশলগুলো ভালোভাবে রপ্ত করতে পারব বলে আমার ধারণা।’ টিভি নাটক তো করছেন। চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা আছে কি? ‘অবশ্যই চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এমন কোনো গল্পে কাজ করতে চাই, যে গল্পে আমাদের সমাজের প্রতিচ্ছবি ফুটে আসবে,’ জানালেন ঝুমুর।
‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতা থেকে উঠে আসা ঝুমুর প্রথম পরিচিতি পান ফেয়ার অ্যান্ড লাভলীর ‘হার না মানা নারী’ বিজ্ঞাপনের মাধ্যমে। এর পর গ্রামীণফোন, এয়ারটেল, ভিট, সানসিল্ক, স্যামসাং, ব্লুপ, সিঙ্গার, সেনোরাসহ বিভিন্ন পণ্যের মডেল হয়েছেন তিনি।