পিয়ার জন্য থাইল্যান্ডে আশা

ঈদের ছুটিতে সিঙ্গাপুরে পাড়ি জমান জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। সিঙ্গাপুরে কিছুদিন ঘুরে চলতি সপ্তাহে থাইল্যান্ডে যান তিনি। পিয়ার বড় বোন অভিনেত্রী আজমেরী হক আশা বোনের সঙ্গে দেখা করতে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছেন।
এয়ারপোর্ট থেকে ফোনালাপে আশা বললেন, ‘আমি এত দিন কাজে ব্যস্ত ছিলাম। তাই পিয়া আমাকে রেখে চলে গিয়েছিল। এখন আমি যাচ্ছি। তবে আমি একা যাচ্ছি না। সঙ্গে আমার বন্ধুরা রয়েছে। ঈদে টানা কাজ করে অনেক ক্লান্ত আমি। তাই একটু ছুটি পাওয়ায় বাইরে ঘুরতে যাচ্ছি। পিয়াকে অনেক মিস করছি। পিয়া বাসায় না থাকলে আমার কিছু ভালো লাগে না। আমি থাইল্যান্ডে ঘুরতে অনেক পছন্দ করি। দুই বোন একসঙ্গে ঘুরব। আশা করছি, আমাদের ভালো একটা ট্যুর হবে।’
পিয়া বলেন, ‘আশা আপু আমার অনেক ভালো বন্ধু। আমি আমার সবকিছু শেয়ার করি আশা আপুর সঙ্গে। আমি একা কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারি না। আশা আপুর কাছ থেকে সব সময় সবকিছুর পরামর্শ নিই। দেশের বাইরে আলাদাভাবে দুই বোন সময় কাটাতে পারব।’
মডেলিং, নাটক ও বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পেলেও নিজেকে চলচ্চিত্রজগতের প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে দেখতে চান পিয়া। তাঁর অভিনীত সায়েম জাফর ইমামির ‘রুদ্র : দ্য লাভার’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিতে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করছেন তিনি।