তারকার চারবেলা
আমি ক্রিকেটের অন্ধ প্রেমিক : নওশীন

নওশীন, এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। এফএম রেডিও চ্যানেলের কথাবন্ধু হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করলেও অভিনয় ও উপস্থাপনা দিয়ে তারকাখ্যাতি পান তিনি। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন নওশীন। আবারও রেডিওতে শো শুরু করেছেন তিনি। আজ আমরা জানব, প্রিয় এই তারকা অভিনেত্রীর চারবেলা কীভাবে কাটে।
নওশীনের সকাল : শুটিং থাকলে আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আর শুটিং না থাকলে সাধারণত ১০টায়। চা অনেক প্রিয়। সকালে ঘুম ভাঙার পর চা আমার চাই। তারপর নাস্তা করি। মাঝেমধ্যে খুব অলসতা পেয়ে বসে। তখন ঘুম থেকে ওঠে একেবারে দুপুরের খাবার খেয়ে নেই। আমি বাসায় খবরের কাগজ রাখি না। অনলাইন পত্রিকায় সব ধরনের খবর পড়ি। ক্রিকেট খেলা আমার ভীষণ প্রিয়। খেলার খবর সবার আগে পড়ি। আমি ক্রিকেটের অন্ধ প্রেমিক। ক্রিকেটকে যদি বিয়ে করা যেত আমি তাই করতাম।
নওশীনের দুপুর : আমাকে দেখলে কেউ মনে করবে না আমি ডায়েট করি। আমি ডায়েট না করলেও সবসময় স্বাস্থ্যকর খাবার খাই। জুস আমার অনেক পছন্দ। দুপুরের খাবারের পর বিভিন্ন ফলের জুস খাই। এ ছাড়া দুপুরে সবজি, স্যান্ডউইচ, স্যুপ খেতে আমি পছন্দ করি। আমি অনেক অলস। বাসা থেকে যদি আমার বের হতে না হয় তাহলে আমি দুপুর থেকে গান শুনতে শুরু করি। সন্ধ্যা পর্যন্ত গান শুনি। তারপর গোসল করি। তবে যেদিন বাচ্চাদের স্কুল থাকে না সেদিন সবটুকু সময় তাদের পেছনে খরচ করি।
নওশীনের বিকেল : আমার বাসা নয় তলার ওপরে। বারান্দায় বসে একটু আয়েশ করে চা খাই। নয় তলা থেকে ঢাকা শহরটাকে দেখি। কখনো কখনো দেশ-বিদেশের বিভিন্ন রকমের চলচ্চিত্র দেখি। এভাবেই বিকেলের সময়টুকু কেটে যায়।
নওশীনের রাত : আমি অনেক দেরি করে ঘুমাই। অনেক রাত পর্যন্ত টিভি অথবা ডিভিডিতে ছবি দেখি। গানও শুনি। যে গানে রোমান্স আছে সেই গান শুনতে বেশি পছন্দ করি। রক গান একটু কম শুনি।