আবার গ্যাংস্টার চরিত্রে জনি ডেপ

হলিউডের যেসব অভিনেতা বারবার চরিত্র পাল্টাতে পছন্দ করেন তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন জনি ডেপ। জীবনঘনিষ্ঠ বা বাস্তব চরিত্র নিয়ে নির্মিত ছবিগুলোর প্রতি বরাবর তাঁর আগ্রহ বেশি। বিশেষ করে গ্যাংস্টার ধরনের চরিত্রগুলো। এবার আবারও গ্যাংস্টারের চরিত্র করছেন জনি ডেপ, তাও সত্য ঘটনা অবলম্বনে।
যুক্তরাষ্ট্রের বোস্টনের ভয়ঙ্কর গ্যাংস্টার জেমস হুইটলি বার্গলারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্কট কুপার পরিচালিত ছবিটির নাম ব্ল্যাক মাস। আগামী ৪ সেপ্টেম্বর ভ্যানিস চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হবে। ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর। এ খবর জানিয়েছে ভ্যারিয়িটি।
১৯৭০ থেকে ৯০ দশক পর্যন্ত বার্গলার ছিলেন প্রতাপশালী এক গ্যাংস্টার। তবে এই সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ছাড়া পাওয়ার পর পুলিশের সোর্স হিসেবে কাজ করা শুরু করেন তিনি। তাঁর সহযোগিতায় বোস্টনের অপরাধীদের ধরতে সক্ষম হয় পুলিশ।
ছবিটিতে জনি ডেপের সঙ্গে আরো রয়েছেন বেনেডিক্ট ক্যুম্বারব্যাচ, কেভিন ব্যাকন, জোয়েল এডগার্টন ও পিটার সার্সগার্দ। ডিক লের ও গার্নার্ড ও’নীলের লেখা ‘ব্ল্যাক মাস’ বই অবলম্বনে তৈরি করা হয়েছে ছবির চিত্রনাট্য। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভ্যানিস চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর।