সিরিয়াল কিলারের চরিত্রে বাপ্পী

আজ ঢাকার এক হাসপাতালে একটি দৃশ্যের শুটিংয়ের মাধ্যমে আবারো শুরু হয়েছে নায়ক বাপ্পী চৌধুরী অভিনীত ‘বাজে ছেলে : দ্য লোফার’ ছবির শুটিং। এ ছবিতে নায়ক বাপ্পী একাধিক সাজে দর্শকের সামনে হাজির হবেন।
নায়ক বাপ্পীর মতে, ‘এই ছবিতে আমার কাজের সুযোগ অনেক বেশি। আমি কাজটি খুব আনন্দ নিয়ে করছি। এ ধরনের ছবি বাংলাদেশের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
ছবির গল্পে দেখা যাবে, স্বামী-সংসার ফেলে প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছে কিছু মেয়ে। কিন্তু তারা জানে না, তাদের এই প্রেমিক একজন সিরিয়াল কিলার। ভয়ংকর এই খুনির সঙ্গে নেচে-গেয়ে জীবন উপভোগ করছে ঠিকই, তবে সামনে ভয়ংকর সময়ের কথা ঘুণাক্ষরেও বুঝতে পারে না তারা।
মনিরুল ইসলাম সোহেল ও আবদুর রহিম বাবু যৌথভাবে পরিচালনা করছেন ছবিটি। ছবিতে সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করা নায়ক বাপ্পী আরো বলেন, ‘আমার খুব ভালো লাগছে এমন একটি ছবিতে কাজ করতে পেরে। আমরা প্রতিটি ছবিতে একটি চরিত্রে অভিনয় করি, কিন্তু এ ছবিতে আমি অনেক চরিত্রে অভিনয় করেছি। আমাকে দর্শক দেখতে পাবে ভিন্ন ভিন্ন সাজে, ভিন্ন ভিন্ন চরিত্রে। বর্তমান সময়ের দর্শক যে ধরনের গল্প দেখতে পছন্দ করে, এ ছবিতে তা রয়েছে।’
শুটিংয়ের ফাঁকে ছবির পরিচালক মনিরুল ইসলাম সোহেল বলেন, ‘এ সময়ে বাংলাদেশের ছবির অবস্থা ভালো নয়। বর্তমান সময়ে আমরা যাঁরা কাজ করছি, তাঁদের অনেক সচেতনভাবে ছবি নির্মাণ করতে হয়। অনেক বুঝেশুনে, অনেক চিন্তাভাবনার পর আমরা ছবি নিয়ে কাজ করি।’
ছবির আরেক পরিচালক আবদুর রহিম বাবু বলেন, ‘অন্য রকম একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। গল্পে অনেক চমক রয়েছে। আমরা দর্শককে একটি ভালো ছবি উপহার দিতে পারব বলে আশা করছি।’
ছবিটির নামভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন তিনজন—বিপাশা কবির, দীপালি ও আর্শি খান। ইস্টার্ন মোশন পিকচার্স ও কালার ফ্রেমের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বাজে ছেলে’।
ছবিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, ডিজে সোহেল, শিবা শানু, মিশা সওদাগর, অন্তরাসহ আরো অনেকে। মনিরুল ইসলাম সোহেলের মূল ভাবনায় ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনায় আছেন শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ুন এবং চিত্রগ্রহণে রয়েছেন সাইদুজ্জামান।